এম, শামসুল আলম।
(রাজশাহী জেলা প্রতিনিধি)
রাজশাহী জেলাধীন তানোর উপজেলায় ফের পূর্ব শত্রুতার জের ধরে এক প্রতিবন্ধী যুবক ও তার পিতাকে লোহার রড দিয়ে বেধড়কভাবে পিটিয়ে আহত করেছেন নিজ মহলার প্রতিবেশীরা।
এঘটনায় গুরুতর আহত প্রতিবন্ধী পুত্র ও তার পিতাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় গত কাল বুধবার ১০ মে আহত বেলাল উদ্দিন বাদী হয়ে প্রতিবেশী কামরুল ইসলামসহ ৩ জনকে আসামী করে তানোর থানায় ও উপজেলা সমাজসেবা অফিসার বরাবর পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে সরজমিনে গিয়ে জানা যায়; তানোর উপজেলার কুন্দাইন গ্রামের মৃত কেফাতুল্লার পুত্র বেলাল উদ্দিনের সাথে একই গ্রামের মৃত নাছেরের পুত্র কামরুলের জমি-জমা নিয়ে দ্বীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এমতাবস্থায় গত ৮ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বেলাল উদ্দিনের পুত্র (শারিরিক প্রতিবন্ধী) আবু হেনা (৩২) তার বাবার মুদিদোকান থেকে কামরুলের বাড়ীর সামনে দিয়ে নিজ বাড়ীতে যাওয়ার সময়
পথের মধ্যে প্রতিবন্ধী ওই যুবককে দেখতে পেয়ে কামরুল তাকে ঝাপটে ধরেন এবং তার কন্যা ওই প্রতিবন্ধীকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এসময় কামরুলের স্ত্রী বাড়ী থেকে লোহার রড এনে তা দিয়ে ওই প্রতিবন্ধী যুবককে বেধড়ক এলোপাথাড়ি ভাবে মারপিট করে এক পর্যাযে বিবস্ত্র করে ফেলেন।
খবর পেযে তার পিতা বেলাল উদ্দিন প্রতিবন্ধী ওই পুত্রকে উদ্ধারে এগিয়ে আসলে তাকেও লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে তাড়া করেন। এসময় প্রতিবন্ধীর পিতা বেলাল দৌঁড়ে বাড়ীতে গেলে তার পিছু নিয়ে বাড়ীতে গিয়ে তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার পাশাপাশী বাড়ীতে থাকা তার আরেক ছেলের ব্যবহৃত একটি মটরসাইক ভাঙ্গচুর করেন।
এসময় গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পিতা-পুত্রকে আহত অবস্থায় উদ্ধার করে গ্রামবাসী তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন; অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।।
