মোঃ ফরহাদ রেজা
স্টাফ রিপোর্টারঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও চরআমখাওয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আকন্দের বাবা মরহুম আলহাজ্ব আফতাব উদ্দিন আকন্দের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। শুক্রবার বিকালে জামালপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ দলীয় নেতা কর্মীকে সাথে নিয়ে এ কবর জিয়ারত করেন।
এসময় এমপি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পরে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানান।
পরে বিকেল সাড়ে ৫ টায় চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্জাহান আকন্দ, দেওয়ানগঞ্জ উপজেলার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলাইমান হোসেন, চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান, সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদুল আলম শিকদার,
উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মি উপস্থিত ছিলেন৷