Thursday, 15 June 2023

ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৯শ পরিবারের মাঝে চেক বিতরণ।

ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৯শ পরিবারের মাঝে চেক বিতরণ।

শরিফ মিয়া জামালপুর প্রতিনিধিঃ 

জামালপুরের ইসলামপুরে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪জুন) দুপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে জনপ্রতি ২০হাজার করে ৯শ পরিবারের মাঝে ১কোটি ৮০ লক্ষ টাকার চেক বিতরণের শুভ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।

দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.তানভীর হাসান রুমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস,আব্দুর রাজ্জাক লাল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ আরো অনেকে। 

জানা গেছে, পর্যায়ে ক্রমে উপজেলার বিভিন্ন  ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্থ ২৪শ পরিবারের মাঝে এ চেক বিতরণ করা হবে।

উল্লেখ্য উপজেলা প্রশাসনের তথ্য মতে গত ১৬ জুন সন্ধ্যা ইসলামপুর উপজেলায় হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় প্রায় ২৪ শতাধিক  পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।