Saturday, 1 July 2023

দেওয়ানগঞ্জে ঈদ পরবর্তী শুভেচ্ছায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিজান

দেওয়ানগঞ্জে ঈদ পরবর্তী শুভেচ্ছায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিজান

জাকিউল ইসলাম দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 

পবিত্র ঈদুল-আযহার শুভেচ্ছা জানাতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ছুটে চলেছে দেওয়ানগঞ্জের কৃতিসন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। 

০১জুলাই শনিবার বিকাল ৩:০০ ঘটিকায় ডাংধরা ইউনিয়নের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে দলীয় কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা মিজান। তার সফর সঙ্গী ছিলেন জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তুষার চৌধুরী, জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল,জামালপুর জেলা ছাত্রদলের সদস্য নজরুল ইসলাম,কলাবাগান থানা ছাত্রদলের সদস্য ও ১৭ নং ওয়ার্ড ১ম,২য় ইউনিটের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক,  সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সিয়াম মিয়া,দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়া।

ডাংধরা ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি, ডাংধরা ইউনিয়ন বিএনপির কর্ণধার সারোয়ার-ই আলম,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস ছামাদ, সহ-সভাপতি মহসিন উদ্দিন মিলন,বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইউসুফ আলী,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমতাজুল ফারুক বিপ্লব, ছাত্রনেতা আল মামুন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলম প্রমূখ।

আলোচনা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সকল কর্মসূচিতে এবং যেকোনো ধরনের সহযোগিতায় নেতাকর্মীদের পাশে থাকবেন বলে আস্বস্ত করে আলোচনার সমাপ্তি ঘটে।