বিপুল মিয়াঃ
যে স্বপ্ন দেখে এমন ১৩ হতে ১৭ বছর বয়সী কিশোরী দের নিয়ে ১৯ জুলাই বিকেলে জামালপুর জেলার সরিষাবাডি উপজেলার পৌরসভার কামরাবাদ গ্রামে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি দলের
আমরা শক্তি আমরা বল পর্ব -১ অনুষ্ঠিত হয়। স্বপ্নসারথি দলের কিশোরীরা অন্যকে জানি,মনোবলকে শক্তিশালী এবং কাছের মানুষকে খুঁজে বের করি উপস্থাপন করে।তারা যে স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করার জন্য পরিকল্পনার কৌশল এবং বাল্যবিবাহ রুখে দেবার অঙ্গিকার করে।এ সময় উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, নুরুল আশেকিন,বিনাতন প্যাট্রিক টুডু(MEAL& QC) পল্লী সমাজের সভাপ্রধান বকুল খাতুন ও সেলপ অফিসার সুরাইয়া পারভীন।