নিজস্ব প্রতিবেদকঃ
গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দের আওতাভুক্ত জামালপুর সদর উপজেলার, শরিফ পুর ইউনিয়নের গোদাশিমলা ডাক্তার বাড়ি হতে পালোয়ান বাড়ি পর্যন্ত কাচারাস্তা সংস্কারের জন্য ২০২১-২০২২ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ ১১ লক্ষ ৩৬ হাজার টাকা। এতে ৭৪ জন দিয়ে শ্রমিক কাজ করার কথা থাকলেও নামমাত্র শ্রমিক দিয়ে কাজ করে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ উঠেছে । কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলনের বিষয়টি জানতে চাওয়া হলে ২ নং শরিফপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার এমদাদুল হক কথা বলে রাজি হয়নি।
অপর দিকে একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রণরামপুর কোমর মেম্বার এর বাড়ি হতে আঃ সালাম দুদুর বাড়ি হয়ে রণরামপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার ও হামিদপুর হতে ডেঙ্গারগড় রাস্তায় একটি বক্স কালভার্ট নির্মাণ বরাদ্দ ২০২১-২০২২ অর্থ বছরে বরাদ্দের ১১ লক্ষ ৮৬ হাজার টাকা । সেই বক্সকার্লভাটিও হয়নি।এদিকে হামিদপুর হতে ডেঙ্গারগড় রাস্তয় ৬৮ জন শ্রমিক কাজ করার কথা থাকলেও কাজ করা হয়নি । এমন গায়েবি প্রকল্পের নামে হরিলুট করে, সরকারি টাকা পকেটেস্হ করেছে প্রকল্পের সংশ্লিষ্টরা। এব্যাপারে প্রশ্ন করে উত্তর মিলেনি ওয়ার্ডের মেম্বার আনিসুর রহমানসহ শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমানের কাছেও। প্রকল্প ইঞ্জিনিয়ার মনিরা সাথে মুঠোফোনে কথা বললে সে জানায় প্রকল্পে টাকা সবাই মিলেই তো খা। এটা তো নতুন কিছু না।
কোন কাজ না করেই সরকারি লাখ লাখ টাকার হরিলুটের খবরে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্হানীয় এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।