Sunday, 30 July 2023

সরিষাবাড়ীতে আওয়ামীলীগের গণমিছিল ও গণ সমাবেশ

সরিষাবাড়ীতে আওয়ামীলীগের গণমিছিল ও গণ সমাবেশ

 বিপুল মিয়া 

সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস, দেধ বিরোধী ষড়যন্ত্র, প্রতিহত এবং জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের নৌকা প্রতিকে জননেতা অধ্যক্ষ আব্দুর রশিদের  মনোনয়ন দাবীতে বীরমুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, জনতার বিশাল গণমিছিল ও গণসমাবেশ অনুষ্টিত হয়েছে৷শনিবার (২৯ জুলাই) বিকাল ৪ টায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর ব্যানারে আয়োজনে  সরিষাবাড়ী স্টেশন চত্ত্বর থেকে  প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিল বের করা হয়। গণমিছিলটি সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার, আমতলা, প্রেস ক্লাব, ডাকবাংলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে বিকাল ৫ টায় গণসমাবেশে মিলিত হয়। গণমিছিলে নেতাকর্মীরা আনন্দ উৎসবে মেতে উঠে। এ সময় নেতাকর্মীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার,’ স্লোগানে মুখরিত করে তুলেন রাজপথ। 

সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি পৌর মেয়র মনির উদ্দিন এর সভাপতিত্বে তেজগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি ও সরিষাবাড়ী আসনের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আব্দুর রশিদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।  পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান এর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ গণি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,  পোগলদিঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন  প্রমুখ বক্তব্য রাখেন।  এ সময় সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, কামরাদের চেয়ারম্যান আব্দুস সালাম, মহাদানের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, আওনা ইউনিয়ন এর চেয়ারম্যান বিল্লাল হোসেন,   সাতপোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ গফুর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,  মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,ডোয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জলিল ফকির,  আওনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুক হক সোহেল মাষ্টার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।