নিজস্ব প্রতিনিধি
মডেল প্রেসক্লাব-জামালপুরের সহ-সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের জামালপুর পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ কাশেম এর আশু রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মডেল প্রেসক্লাবের আয়োজনে জামালপুর পৌরসভাস্থ কড়ইতলা ( তমালতলা)'য় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের কার্যকরি সভাপতি ফরিদুল ইসলাম, সহ-সভাপতি সুজাউদ্দৌলা সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জলিল আকন্দ শশী, কোষাধ্যক্ষ গাজী বেলাল, প্রচার সম্পাদক এম কাওছার সৌরভ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক লিটন আহমেদ, হাতেম আলী খাদেম, মাজেদুল ও শাকিল প্রমূখ।
অনুষ্ঠানে এম এ কাশেম এর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।