Thursday, 24 August 2023

পাবইতে মরহুম আবু বকর সিদ্দিক এর ৩৪তম মৃত্যু বার্ষিকী অনৃষ্ঠিত

পাবইতে মরহুম আবু বকর সিদ্দিক এর ৩৪তম মৃত্যু বার্ষিকী অনৃষ্ঠিত

স্টাফ রিপোর্টার 

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পাবই গ্রামের মরহুম আবুবকর সিদ্দিকির ৩৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পাবই গ্রামে মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ব্যাপারে মরহুমের মেঝো ছেলে পুলিশ সুপার ইমামুর রমীদ রতন বলেন, আমার বাবা মরহুম আবু বকর সিদ্দিকির আত্মার মাগফেরাত কামনায় প্রতি বছরের এই দিনে আত্মীয় স্বজন,গরীব অসহায় ও ইউনিয় বাসীদের নিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে থাকি আমরা তার পরিবারবর্গ।  এর ধারাবাহিকতায় এবার একটু বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন হাতে নেই। তিনি  পিতার আত্মার মাগফেরাত কামনাসহ তাঁর  মাতা ফজিলাতুন্নেছার দীর্ঘ হায়াত এবং সুস্থতা কামনায়  দোয়া  চেয়েছন সকলের। অনুষ্ঠানে মরহুমের বড় ছেলে শিল্পপতি মামনুর রশীদ,তিতপল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিীদ,ছোট ছেলে শিল্পতি মাহবুবুর রশিদসহ মরহুমের কণ্যারা উপস্থিত ছিলেন।