নিজস্ব প্রতিবেদকঃ
চাকরি দেয়ার নামে পুলিশ সুপারের গানম্যান পরিচয়ে ছত্রিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় মোঃ কামরুল হাসান (৩২) নামের এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত মঙ্গলবার (২৮আগষ্ট ) উল্লেখিত আদালত পুলিশ কনস্টেবল মোঃ কামরুল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামি কতোয়ালী থানা ময়মনসিংহ জেলার বারেরারপাড় এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।
বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী জানা যায়, পুলিশ কনস্টেবল মোঃ কামরুল হাসান ৩ জনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি নিয়ে দেয়ার কথা বলে মামলার বাদী মোঃ আনন্দের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে
ছত্রিশ লাখ টাকা নেন। চাকরি দিতে ব্যর্থ হলে বাদী টাকা ফেরত চান। তবে আসামিরা টাকা ফেরত না দিয়ে বারবার সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে অস্বীকার করেন। পরে বাদী জামালপুর সদর আদালতে একটি অভিযোগ দাখিল করেন এবং আদালতের বিচারক তা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পুলিশ কনস্টেবল মোঃ কামরুল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
গত সোমবার ( ২৮ আগষ্ট ) জামালপুর সদরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মোঃ কামরুল হাসান জামিনের আবেদন করেন। তবে আদালতের বিচারক মাহমুদা আক্তার পুলিশ কনস্টেবল মোঃ কামরুল হাসানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।