Saturday, 23 September 2023

কোন্দুয়ায় ছোট মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কোন্দুয়ায় ছোট মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বিপুল মিয়াঃ

জামালপুর সদর উপজেলার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দুয়া মাঠে মরহুম সিরাজুল ইসলাম খান ছোট মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার বিকেলে টুর্নামেন্টের  উদ্বোধন করেন কেন্দুয়া ইউপি চেয়ারম্যান  মোঃ সাইফুল ইসলাম খান সোহেল। 

এ সময় স্থানীয় আওয়ামীলীগের নেতা ফখরুল আলম লিটু,মাসুদ রানা টিক্কি,কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.রজব আলী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোখলেছুর রহমান খান ওরফে শাহজাহান । 

জানাগেছে,টুর্নামেন্টের প্রথম দিনে মধুপুর একাদশ বনাম মাদারগঞ্জ একাদশের মধ্যে উদ্বোধনী ম্যাচ শুরু হয়। এতে সাডেন গোলে মাদারগঞ্জ একাদশ বিজয়ী হন।