স্টাফ রিপোর্টঃ শরিফ মিয়া
জামালপুরের দেওয়ানগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্স উপজেলার বিভিন্ন ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন । ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্সের সাথে মতবিনিময় সময়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এলান , দৈনিক নয়া দিগন্তরের প্রতিনিধি খাদেমুল ইসলাম, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মদনমোহন ঘোষ, দৈনিক কালের কন্ঠর প্রতিনিধি তারেক মাহমুদ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি বিল্লাল হোসেন মন্ডল, দৈনিক আমার সময় প্রতিনিধি এস এম দেলোয়ার হোসেন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মহাসিন রেজা, দৈনিক সমকালের প্রতিনিধি রাজ্জাক মিকা, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি খাদেমুল ইসলাম অলিদ,দৈনিক সংবাদের প্রতিনিধি রতন সহ আরো অনেকেই।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক রুহুল আমিন হারুন, রাশেদুল ইসলাম, ফজলুল হক, জাহিদ হোসেন,নুর এলাহী, উপজেলার বিভিন্ন ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।