Thursday, 9 November 2023

মেলান্দহ জমি সংক্রান্ত বিরুদে মিথ্যা শ্লীলতাহানির মামলায় ফাঁসানোর চেষ্টা

মেলান্দহ জমি সংক্রান্ত বিরুদে মিথ্যা শ্লীলতাহানির মামলায় ফাঁসানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর জেলার মেলান্দহ থানাদিন আটাবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিউটি বেগম নিজের চাচাশশুর ও দেবরদের নামে মিথ্যা শ্লীলতাহানি মামলা দায়ের করেছেন বলে অভিযোগ উঠেছে।

আটাবাড়ী শহীদুল্লাহ আলফাজের স্ত্রী বিউটি বেগম তার চাচাশশুর ও দেবরদের ফাঁসাতে গত ১৭/০৯/২০২৩ইং তারিখে মেলান্দহ থানায় লোকমান (৫৫),জাহিদ (২৫),সুজু মিয়া (৩২),দুলাল মিয়া (৬৫),নুরনাহার (৩০)ও অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রী সীফা আক্তার এদের ৭ জনকে আসামি করে একটি শ্লীলতাহানি মিথ্যা মামলা দায়ের করার কারণে তীব্র নিন্দা এবং প্রতিবা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসি।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,মামলার বাদী এবং বিবাদীপক্ষ উভয় পরিবারের মাঝে জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন থেকে পারিবারিকভাবে দ্বন্দ্ব চলছে। এরই জের ধরে মিথ্যা শ্লীলতাহানি মামলা করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবাররা জানান,এই বিউটি বেগমের মিথ্যা শ্লীলতাহানি মামলা করার কারণে ৪ নাম্বার আসামি দুলাল মিয়া একজন সম্মানিত লোক তাকে যদি পুলিশে গ্রেফতার করে নিয়ে যায় তার সম্মানহানি হবে বলে অতিরিক্ত টেনশন করে তিনি হাড়স্টোক করেন,সাথে সাথে তাকে জামালপুর জেনারেল হাসপাতলে নিয়ে ভর্তি করা হয়।জামালপুর জেনারেল হাসপাতাল থেকে এপাট করে ময়মনসিংহ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ হাসপাতাল থেকে আগামীকাল তার নিজ বাড়িতে আসার পর পড়ই মৃত্যুবরণ করেন।

আরো জানা যায়,এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিরা ২ থেকে ৩ বার বসে সেই জমির ব্যাপারটা মিল করে দেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে জমিটিতে খুঁটি গেড়ে দেয়। বিউটি বেগম এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে না মেনে সাথে সাথে জমি থেকে খুঁটিটি উঠিয়ে ফেলে। কথায় কথায় বলে আমি তাদের বিরুদ্ধে মামলা দেব। এই কথা বলে তিনি গ্রাম্য শালিশ থেকে চলে যান। এর ৩ থেকে ৪ দিন পর তাদের বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা দেন।

এই মিথ্যা মামলা থেকে উদ্ধার পেতে ভুক্তভোগী পরিবার ঊর্ধ্বতমা কর্মকর্তাদের আকুল আবেদন জানিয়েছেন।