বিপুল মিয়াঃ জামালপুর
জামালপুরে মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে সাইফুল ইসলাম খান সোহেল চেয়ারম্যান সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ।
ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর - ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো মোজাফফর হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ও জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন শান্ত। এছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে জামালপুরের মা আমার শিহরন স্পোর্টিং ক্লাবকে আট, নয় গোলে পরাজিত করেছেন ময়মনসিংহ বিদ্যাগঞ্জ স্পোর্টিং ক্লাব। খেলায় চ্যাম্পিয়ন দলকে১৫০ সিসি একটি পালসার মোটর সাইকেল ও রানার্সআপ দল কে একটি ফ্রিজ উপহার তুলেদেন অতিথিরা।