Tuesday, 14 November 2023

মুচলেকায় ছাড়া পেয়ে বাদিকে হুমকী দেয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মুচলেকায় ছাড়া পেয়ে বাদিকে হুমকী দেয়ার  অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

জামালপুর প্রতিনিধিঃ লিজা

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পারপাড়া এলাকায় সরকারি নিষেধাজ্ঞার জমিতে জোর করে ঘর তোলার অভিযোগে আজিজ নামে এক ব্যাক্তিকে আটক করে জামালপুর সদর থানা পুলিশ। ৮ ঘন্টা পর মুচলেকার মাধ্যমে ছাড়া পান তিনি। ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে ঘটেছে।  মুচলেকায় ছাড়া পেয়ে তিনি আব্দুল আজিজ নেতৃত্বদল বাদিকে হুমকী দিয়ে আসার অভিযোগ উঠেছে। বাদি হনুফা বেগমের ছেলে হুমায়ুন অভিযোগ করে বলেন, আব্দুল আজিজের নেতৃত্বদল রশিদের পুত্র খোরশেদ আলম খোকন( এলাকার ঘরজামাই)কে  নিয়ে তারা আমাদের রেকডীয় জমিতে  জোর করে ঘর নির্মান করতেছিল।ওই জমিতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এ সত্ত্বেও সরকারি ওই জমিতে ঘর তোলতে যায় তারা। এ ব্যাপারে পারপাড়া এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে সোহান মিয়া বলেন,আমাদের নামে পারপাড়া মৌজার  বিআরএস ৭ নং খতিয়ান ভুক্ত বিআরএস ১৪০ নং দাগের  জমিতে খোরশেদ আলম খোকন মিয়া বৃহস্পতিবার দুপুরে জোর করে ঘর তুলতে আসে। পরে আমরা পুলিশে  ফোন দিলে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘর তোলতে  নিষেধ করেন।  কিন্তু এসত্তেও  আজিজের নেতৃত্বে খোরশেদ আলম খোকন পুুলিশ চলে গেলে ঘর তোলার কার্যক্রম করতে থাকে। তিনি আরও বলেন,বিবদমান ওই জমির উপর আমার মা, হনুফা বেগম বাদী হয়ে  এলাকার আব্দুল গফুর গংদের বিরুদ্ধে  আদালতে মামলা দিয়েছে,বর্তমানে ওই জমিতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।  তারা আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ওই জমিতে  বৃহস্পতিবার জোর করে ঘর তোলতে গেলে আজিজ  নেতৃত্বদলের প্রধান আজিজকে জামালপুর সদর থানার এ এস আই এরশাদুল ইসলাম  আটক করে নিয়ে যায় তাকে। পরে ৮ ঘন্টা পর মুচলেকায় ছাড়া পেয়ে তিনি আমাদের গুম- খুন করার হুমকী দিয়ে আসছে। আমারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে এলাকার লিটন মাষ্টার বলেন ওই জমি আমরা  আব্দুল গফুরের কাছ থেকে বায়না করে  নিয়েই সেখানে ঘর তুলতে যাই।