জামালপুর প্রতিনিধিঃ লিজা
আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেন নিয়ে ব্যক্তি, গোষ্ঠি এবং নিদিষ্ট এলাকার জন্য তথাকথিত হীন স্বার্থ সংক্ষেণের অনৈতিক দাবির প্রতিবাদে জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেন চালুর সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ১৫ নভেম্বর বুধবার সকাল ১১ টায় জামালপুর জংশন রেলস্টেশন চত্ত্বরে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন, জামালপুর জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী সমাবেশ ও মানববন্ধনে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, সনাক সভাপতি অজয় কুমার পাল, সহ সভাপতি অধ্যাপক কায়েদ-উয-জামান, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম, সাংবাদিক মোস্তফা মনজু, পরিবেশ আন্দোলনের সভাপতি এনামুল হক রতন, সম্প্রতি বাংলাদেশ এর সদস্য সচিব তুষার মল্লিক, নাট্যনীড়ের সভাপতি মোক্তাদির সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে রেলওয়ের অনেক উন্নয়ন হয়েছে। আজকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিজয় এক্সপ্রেস ট্রেনটিতে আরো নতুুন বগি সংযোগ করে জামালপুর থেকে চট্টগ্রাম চলাচলের দাবি জানান বক্তারা। জামালপুর ও শেরপুরের জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়নে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। এ দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষনা দিতে বাধ্য হবে বলেও জানান বক্তারা ।
জামালপুর নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলনে যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে জেলার বিভিন্ন সামাজিক সংগঠন এবং সুধীসমাজ একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করে।
জামালপুর রেলওয়ে জংশনের স্টেশন এর সহকারি স্টেশন মাস্টার শেখ উজ্জল মাহমুদ বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর থেকে চট্টগ্রাম চলাচলের সময়সূচি আমাদের কাছে এখনো আসেনি। কবে থেকে ট্রেনটি ময়মনসিংহের পরিবর্তে জামালপুর থেকে যাত্রা করবে এটা এই মুহূর্তে বলতে পারছি না। আর মানববন্ধনকারীদের দাবির বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো