জামালপুর প্রতিনিধিঃ বিপুল মিয়া
জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের চান্দের হাওড়া আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যের নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে টানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন কার্যক্রম চলে। এতো মোট ৩৩৯ বোটের মধ্যে ২২০ ভোট গৃহিত হয়। নস্ট হয় ৪ ভোট। নির্বাচনে বিজয়ী হয়েছেন প্রথম ব্যালট -৩ মো.মন্টু মিয়া,তিনি পেয়েছেন ১২১ভোট,ব্যালট-৮ দ্বিতীয় হোমায়ুন আহমেদ,তিনি পেয়েছেন ১০৫ ভোট,ব্যালট-৫ তৃতীয় মো.শাহবাজ মিয়া,তিনি পেয়েছেন ১০৩ ভোট ও ব্যালট-২ চতুর্থ মো.আমিনুর ইসলাম তিনি ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন। নির্বাচনে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ।পুলিশ বেষ্টনীতে নির্বাচনটি সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের সহসভাপতি মঞ্জুরুল হাসান দুলাল প্রশাসনকে ধন্যবাদ জানান।পরে নতুন নির্বাচিত প্রতিনিধিরা বিদ্যালয়ের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।