Thursday, 4 April 2024

জামালপুর দুর্নীতিবাজ সার্ভেয়ার অফিস আদেশের পরও বদলীকৃত অফিসে যোগদান না করায় পুনরায় নোটিশ !

জামালপুর দুর্নীতিবাজ সার্ভেয়ার অফিস আদেশের পরও বদলীকৃত অফিসে যোগদান না করায় পুনরায় নোটিশ !

 জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার মোঃ রুহুল আমিন (বর্তমানে টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে বদলীকৃত ) নতুন কর্মস্থলে না গিয়ে বহাল তবিয়তে অফিস করছেন  নিয়মিত।

দুর্নীতিবাজ সার্ভেয়ার মোঃ রুহুল আমিনের হাত এতই শক্তিশালী যে টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে যোগদান না করে জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসে বহাল তবিয়তে বহাল আছে। জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসের সাবেক জোনাল সেটেলমেন্ট অফিসার আরিফুল ইসলাম কে ম্যানেজ করে এতদিন অফিস করে আসছিলেন সার্ভেয়ার মোঃ রুহুল আমিন । সম্প্রতি সময়ে জোনাল সেটেলমেন্ট অফিসারকে পর্যটন মন্ত্রণালয়ে বদলী করা হয় ।

দেশের প্রচলিত আইন অমান্য করে সরকারি নোটিশকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কর্মস্থানে বহাল রয়েছে এটা কিভাবে  সম্ভব সাংবাদিক মহলের  প্রশ্ন !

এ বিষয়ে ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ পরিচালক ( প্রশাসন) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ স্বাক্ষরিত এক অফিস  আদেশে বদলীকৃত টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে ১৫ এপ্রিল ২০২৪ এর মধ্যে যোগদান করতে বলা হয়েছে ।

জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসে কর্মরত সার্ভেয়ার মোঃ রুহুল আমিনের বিরুদ্ধে দুর্নীতির তথ্য  অনুসন্ধান  করায় সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।  জামালপুর থানার  AFIR নং ১৫১/২৩, তারিখঃ ০৪/৫/২৩

বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিসেট্রট আদালতের ননজিআর - ৮০/২৩ । পরবর্তীতে ময়মনসিংহ বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মিথ্যা বানোয়াট মামলা ঠুকে দেন। যার সিরিয়াল নাম্বার- ৪৩।

ময়মনসিংহ বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মহোদয় মিথ্যা বানোয়াট মামলায় থেকে  বেকসুর খালাস প্রদান করেন । ফলে সারাদেশের সাংবাদিক সমাজ উক্ত আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

উক্ত বিষয়টি তৎকালীন জামালপুর সদর আসনের মাননীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন মহোদয়ের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক দুর্নীতিবাজ সার্ভেয়ার মোঃ রুহুল আমিন কে ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের  মহাপরিচালক কে বদলীর নির্দেশ দিয়েছিলেন ।