জামালপুর প্রতিনিধিঃবিপুল মিয়া
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে মোদকপাড়া গ্রামে ৮টি ক্যাটাগরির মোট ১৫জন সদস্য নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধের জন্য কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বপ্নসারথি দলে আপনাদের নিজের ও গ্রামের মেয়েরাই রয়েছে। সেশনে তারা বিভিন্ন বিষয় শিখে, বড় হওয়ার স্বপ্ন দেখছে।তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ওয়াচ গ্রুপ তাদের সাথে থাকবে।তারা একমত প্রকাশ করেন। তারা সিদ্ধান্ত নেয় কম্পিউটার দোকান গুলোতে হুশিয়ারি ও বাল্যবিবাহ বন্ধে শাস্তি জানাবে।
জনপ্রতিনিধিরা অন্যান্য সকলকে নিয়ে ইমাম ও কাজীদের সচেতন করবেন।বাল্যবিবাহ এর ফলে রুবির মত অনেক মেয়ের ভবিষ্যত ধবংস হতে পারে সে সম্পর্কে সবাই কে জানাবে।
তাই সবাই প্রতিজ্ঞা করে বাল্যবিয়ে বন্ধে শুধু কথা নয়,কাজ করব এক সাথে। সভা পরিচালনা ও উপস্থাপন করেন ইসলামপুর অফিসার সেলপ মো. আব্দুর রাজ্জাক।