Tuesday, 14 May 2024

শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অর্জন

শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ   এসএসসি পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য   অর্জন

জামালপুর প্রতিনিধিঃ বিপুল মিয়া

জামালপুর - টাংগাইল মহাসড়ক অবস্থিত শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ পূর্বের ধারাবাহিকতায় ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য  অর্জন করেছে। 

প্রতিষ্ঠানের  অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম সেলিম  বলেন, এ বছর আমাদের প্রতিষ্ঠান  হতে  বিজ্ঞান বিভাগ ৩৪ জন শিক্ষার্থীর  পরীক্ষার অংশগ্রহণ করে  এর মধ্যে ২৪ জন এ+ প্লাস  এবং ১০ জন এ পেয়েছে  । 

অতীতের ধারাবাহিকতা রক্ষার এ বছরেও এসএসসি পরীক্ষা ফলাফল অর্জন করেছে আমার শিক্ষার্থীরা। 

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা  সভাপতি  গ্রুপ ক্যাপন্টেন শেখ শফিকুল ইসলাম, পিএসসি (অবঃ) ও প্রতিষ্ঠানের সহ সভাপতি মোঃ জোলফোক্কার রহমান শাহীন এসএসসি পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য   ফলাফল অর্জস করায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।