বিস্তারিতঃ JNEWS24TV.COM
JNEWS24TV.COM
স্টাফ রিপোর্টার:আলেয়া আক্তার লিজা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত এবং এক মিনিটের নিরাপত্তা পালনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১১ আগস্ট রবিবার সামাজিক সংগঠন রূপগঞ্জ একটি পরিবারের উদ্যোগে উপজেলার সাওঘাট এলাকার জাপান-বাংলাদেশ আড়ৎ এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন রূপগঞ্জ ওয়ান ফেমেলীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম প্রধান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভুলতা ইউনিয়ন সমন্বয় তৈফিকুল আলম শিহাবসহ অন্যান্য শিক্ষার্থীরা।
সভায় সেলিম প্রধান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে ছাত্রসমাজ ও দেশের সাধারণ মানুষকে শোষণ ও নির্যাতনের হাত থেকে রক্ষা করেছে। তিনি আরও বলেন ছাত্র সমাজ আমাদের আগামী দিনের ভবিষ্যৎ , এই ছাত্র সমাজের পাশে দেশ যেমন আছে, সাধারণ জনগণ এবং আমরাও তাদের পাশে আছি। তিনি আরো বলেন আমার কোন রাজনীতি দল নাই। রুপগঞ্জ আমার কাছে একটা পরিবারের মত তাই রূপগঞ্জের স্কুল ,কলেজ , মাদ্রাসায় যাতে দলীয় কোন কিছু না থাকে এই আহ্বান জানান সবাইকে।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভুলতা ইউনিয়ন সমন্বয়কারী ছাত্র তৈফিকুল আলম শিহাব বলেন, এখন থেকে ঘুষ, দূর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে ছাত্র সমাজ ও জনসাধারণকে সঙ্গে নিয়ে দেশটাকে এগিয়ে নিতে যেতে হবে।
পরে রূপগঞ্জে ওয়ান ফেমেলীর উদ্যোগে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।