Monday, 30 September 2024

জামালপুরে তৌহিদি জনতা উদ্যোগে ভারতের মহারাষ্ট্র পন্ডিত মহানবী (সাঃ)কে নিয়ে কূটক্তি প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

 

জামালপুরে তৌহিদি জনতা উদ্যোগে  ভারতের  মহারাষ্ট্র পন্ডিত মহানবী (সাঃ)কে নিয়ে কূটক্তি প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জামালপুর প্রতিনিধিঃ 

জামালপুরে সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পন্ডিত বিশ্ব মহানবী হযয়ত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করায় তাদেরকে দ্রুত বিচারের  আওতায় এনে শাস্তির দাবিতে

প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার  বাদ যোহুর   শেখের ভিটা বিজয় চত্ত্বরে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।  বিক্ষোভ মিছিল ও সমাবেশের  আহবায়ক মাওলানা আলাউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,   বিক্ষোভ মিছিল ও সমাবেশ সদস্য সচিব মুফতি সাঈদুর রহমান,

আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষা সচিব মুফতি আব্দুর রহমান, 

তৈহিদী জনতা সদস্য মুফতি তানভীর মাহতাব,আব্দুল্লাহ আল মামুন, মুফতী সাঈদুর রহমান, মাওলানা আবুল হাসান,মাওলানা কামরুল হাসান, মুফতী আনোয়ার হুসাইন ও মুফতী আব্দুল্লাহ। 

সভাপতি মাওলানা আলাউদ্দীন বক্তব্যে ভারত সরকারকে মহারাষ্ট্রের হিন্দু পন্ডিত বিশ্বনবী হযয়ত মুহাম্মদ (সাঃ) কে কূটক্তি পন্ডিতকে শাস্তির দাবি জানান। 

এ ধরনের নোংরা রাজনীতি ছেড়ে দিয়ে     প্রতিবেশী দেশের মত থাকুন ।