Wednesday, 2 October 2024

জামালপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগের ৩৭ নেতাকর্মী গ্রেপ্তার

 শুধু দেশ  জনগণের পক্ষে 

জামালপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগের ৩৭ নেতাকর্মী গ্রেপ্তার

            JNEWS24TV.COM

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে জেলার সাতটি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ৫ আগস্টের পরে জেলার সব উপজেলায় দায়েরকৃত বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এরমধ্যে সদর উপজেলায় ২ জন, মাদারগঞ্জে ১২ জন, মেলান্দহে ৩ জন, সরিষাবাড়িতে ৪ জন, ইসলামপুরে ২ জন, দেওয়ানগঞ্জে ৭ জন ও বকশিগঞ্জে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান,  গত ৫ আগস্টের পর দায়েরকৃত বিভিন্ন মামলার আসামি তারা। বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। 


মোঃসোহেল রানা

নিজস্ব প্রতিবেদঃ

০১৭২০০৩০৫৯০