Monday, 18 November 2024

আমরা জনগণের ভালোবাসা নিয়ে কাজ করে যেতে চাই অধ্যাপক রেজাউল করিম

                                               শুধু দেশ  জনগণের পক্ষে

আমরা জনগণের ভালোবাসা নিয়ে কাজ করে যেতে চাই অধ্যাপক রেজাউল করিম

লিজা স্টাফ রিপোর্টারঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সোনারগাঁয়ের মোগরাপাড়া বাসস্ট্যান্ডে এ আয়োজন করা হয়।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম।

সভায় রেজাউল করিম বলেন,‘সোনারগাঁয়ে কেউ যদি বিভেদ সৃষ্টি করতে চায়, জোরজুলুম করতে চায়, আমাদের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করতে চায়, আমরা তাদেরকে আইনের হাতে তুলে দিবো। তবে আমাদের নেতাকর্মীদের উপর কেউ যদি একটা আঘাত করে তাঁকে আমরা শক্ত হাতে দমন করবো।’

তিনি আরও বলেন,আমরা জনগণের ভালোবাসা নিয়ে কাজ করে যেতে চাই জনগণের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা দোয়া করবেন আমি যেন জনগণের ভোট নিয়ে আবারও সংসদ সদস্য হয়ে সোনারগাঁবাসীর সেবায় নিয়োজিত থাকতে পারি।’

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মো. আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাঁতীদল কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব মো. মজিবুর রহমান, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটি সাবেক সহ-সভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল, সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন প্রমুখ।