Friday, 15 November 2024

ইসলামপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে জনসংলাপ ও পরামর্শ সভা অনুষ্ঠিত

                                           শুধু দেশ  জনগণের পক্ষে

ইসলামপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে জনসংলাপ ও পরামর্শ সভা অনুষ্ঠিত

শরিফ মিয়া জামালপুরঃ
 
জামালপুরের ইসলামপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এসবিসি প্রকল্পের উদ্যোগে সামাজিক আচরণ পরিবর্তন শিশু কিশোর-কিশোরীদের উন্নয়নে স্থানীয় পর্যায়ে ইউপি সদস্য সমাজের সাধারণ মানুষদের নিয়ে জনসংলাপ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১৫ নভেম্বর) ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের ইল্লামারী গ্রামের ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বক্তব্য রাখেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা সুপারভাইজার আমিনা আক্তার, চরদীঘাইর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সানাউলাহ, ইল্লামারী বায়তুল জামে মসজিদের ইমাম মোঃ সোলাইমান, এসবিসি প্রকল্পের নারী নেত্রী মোছাঃ চায়নাসহ আরো অনেকে।
 
জনসংলাপ পরামর্শ সভায় সামাজিক আচরণ পরিবর্তনের মধ্য দিয়ে শিশু সহিংসতা বাল্যবিবাহ রোধসহ শিশু-কিশোরদের সার্বিক উন্নয়ন, শিশু টিকা, শিশু নির্যাতন বন্ধ, জন্ম নিবন্ধন বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
 
এসবিসি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম হচ্ছে যেমন, কিশোর-কিশোরী, মা দলের মিটিং, কমিউনিটি ডায়ালগ, কমিউনিটি ক্যাম্পেইন, কমিউনিটি মাইকিং, টি স্টল মিটিং, ইউনিয়ন অবহিতকরণ সভা, কমিউনিটি কনসাল্টেশন মিটিং, স্কুল সেশন, এসএমসি/শিক্ষক মিটিং, রিভিউ মিটিং ইত্যাদি। 
 
এসবিসি প্রকল্প দীর্ঘ দুই বছরে অভিভাবকদের সচেতনতা মূলক কার্যক্রম বোঝানোর মাধ্যমে ৬৯টি বাল্যবিবাহ রোধ করেছে বলে জানান।