শুধু দেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরের বেসরকারি নকিব উদ্দিন হাসপাতালে স্বাভাবিক প্রসবের চেষ্টা করতে গিয়ে এক নবজাতক মারা যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বুধবার বিকাল ৪টার দিকে।
নবজাতকের স্বজনরা জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর পৌরসভার তেতুলিয়া এলাকার বাসিন্দা মারুফ হোসেনের স্ত্রী রূম্পা মনি মিম প্রসব বেদনা নিয়ে নকিব উদ্দিন হাসপাতালে ভর্তি হন। ওই সময় হাসপাতালে কোনো গাইনী চিকিৎসক উপস্থিত না থাকায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান সেলিম নার্স ও আয়া দ্বারা নবজাতকের স্বাভাবিক প্রসবের জন্য দুপুর ১২টার দিকে অপারেশন থিয়েটার কক্ষে নিয়ে যান। প্রায় ৪ ঘণ্টা অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় নবজাতককে টেনে-হিঁচড়ে বের করার সময় শিশুটির মাথায় আঘাত লাগে, ফলে সদ্যোজাত শিশুটি মৃত্যুবরণ করে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান সেলিম বলেন, আমরা বারবার বলেছি সিজারিয়ান পদ্ধতি ব্যবহার করা উচিত, তবে তারা স্বাভাবিক ডেলিভারি করতে চেয়েছিল।
এ বিষয়ে জামালপুর থানার ওসি তদন্ত আনিসুর আশেকীন বলেন, নবজাতকের মৃত্যুর খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।