শুধু দেশ ও জনগণের পক্ষে
স্টাফ রিপোর্টারঃ মোঃ শামীম হোসেন
কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ সালের কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা জামালপুর জেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে MCQ পদ্ধতিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই পরীক্ষায় জামালপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৫৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় জামালপুর জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের জামালপুর জেলার প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট আব্দুল আওয়াল,প্রধান উপদেষ্টা সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, প্রধান পরিচালক আহমদ সালমান। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজামাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, অধ্যাপক হারুনুর রশিদ, মোঃ রশিদুজ্জামান, অধ্যাপক জাকিউল ইসলাম, খন্দকার মুকাদ্দাস আলী, এবং হাফেজ মিসবাহুল কাইয়ুম।
জামালপুর জেলার সকল উপজেলায় একযোগে সফলভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।