শুধু দেশ ও জনগণের পক্ষে
স্টাফ রিপোর্টারঃ আলেয়া আক্তার লিজা
নারায়ণগঞ্জ,ফতুল্লা শিয়াচর তক্কার মাঠ এলাকায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুলের ভাগিনা সায়মন বাহিনীর সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে সিয়াম (১৮) নামের এক যুবককে হোসিয়ারী শ্রমিককে।
নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাঁচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার ছেলে।শুক্রবার (২০ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এমন ঘটনা ঘটেছে ।
নিহত সিয়ামের মা কাঞ্চন বেগম জানান, দুই মাস অসুস্থ ছিলো সিয়াম। সুস্থ হলে দশ, পনেরো দিন পূর্বে সিয়াম একটি হোসিয়ারী কারখানায় কাজে যোগ দেয়।
২০ ডিসেম্বর রোজ শুক্রবার রাত নয়টার দিকে সিয়ামের মোবাইল ফোনে ফোন করলে সিয়াম তাকে জানায় বাসায় ফিরতে রাত ১০ টা বাজবে। এরপরে রাত পৌনে ১০ টার দিকে দু তিন ছেলে বাসায় এসে জানায় সিয়ামকে সন্ত্রাসীরা কুপিয়েছে।তবে কারা কি কারনে কুপিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে তা সে বলতে পারে নাই।
নিহত সিয়ামের সহোযোগিরা জানায়,সিয়াম স্থানীয় ছাত্রলীগ নেতা শামীমের সঙ্গে ছাত্রলীগের সভা সমাবেশ করতেন। তবে ছাত্রলীগে সিয়ামের কোনো পদ পদবি নেই। তবে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত নয়টার দিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুলের ভাগিনা সায়মন, , আব্দুল্লদহ মেহেদী, ইকরাম, মহিউদ্দিনসহ বেশ কয়েকজন পিলকুনী পাঁচ তলার সামনে থেকে নিহত সিয়ামকে তুলে নিয়ে অটোরিক্সাযোগে তক্কার মাঠ বুড়ির গ্যারেজ সংলন খানকা মাঠে নিয়ে যায়।
খানকা মাঠে ঢুকে কুপিয়ে তাকে পুনরায় রিক্সায় করে পাচঁ তলার সামনে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তা থেকে তুলে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সিয়াম কে মৃত ঘোষনা করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার বিবরণে জানান, তিনি জানতে পেরেছেন সিয়াম নামের একজন কে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে ঘটনার পর পরই খুনের আসামিদের ধরার অভিযান চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় রাতে কোন আসামি ধরা পড়েনি। কিন্তু নিরলস ভাবে পুলিশের একাধিক টিম নিয়ে কাজ করছে বলেও জানান শরিফুল ইসলাম।
ওসি আরো জানান, নিহতের ডান পাশের উরুতে ছুরিকাঘাত করা রয়েছে। এতেই তার মৃত্যু হয়।