Friday, 27 December 2024

শেরপুরে নোবেল বাহিনীর ছুরিকাঘাতে দুই যুবক আহত

                  শুধু দেশ  জনগণের পক্ষে

শেরপুরে নোবেল বাহিনীর ছুরিকাঘাতে দুই যুবক আহত

নিজস্ব প্রতিনিধি:

শেরপুরে চুরি চেষ্টায় ব্যর্থ হয়ে নোবেল বাহিনীর ছুরিকাঘাতে  গুরুতর  আহত হয়েছেন দুই যুবক। বুধবার রাতে শেরপুর নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রামে এই ঘটনাটি ঘটে । আহতরা হলেল একই গ্রামের  দ্বীন ইসলাম বাবু ও মোঃ আশরাফুল ইসলাম। 

জানা যায়, মোঃ জাহাঙ্গীর হোসেন জীবন তার গরুর খামারের গরু কিনার জন্য তার ফুফাতো ভাইয়ের কাছ থেকে পাওনা টাকা বাবদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফেরার পথে নোবেল বাহিনীর প্রধান নোবেল সহ ৬/৭ জন লোক দেশি ধারালো অস্ত্র নিয়ে  টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সাথে থাকা ফার্ম কর্মচারীদের প্রতিরোধে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরির আঘাতে দুই যুবক গুরুতর আহত হয়।  

পরে আহতদেরকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর  করেন। 

এবিষয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন জীবন বাদী হয়ে নকলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।