শুধু দেশ ও জনগণের পক্ষে
স্টাফ রিপোর্টারঃ সাকিব আহম্মেদ
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় এর ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টা সময় জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও পায়রা উত্তোলন এর মধ্য দিয়ে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব, কাফিল উদ্দিন মোল্লা। বক্তব্যের শুরুতেই তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন যে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, এস.এম.আলমগীর,উপজেলা নির্বাহী অফিসার, মেলান্দহ, জামালপুর।এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মেলান্দহ, জামালপুর। আরো উপস্থিত ছিলেন সভাপতি, জনাব, আলহাজ্ব মো: আব্দুর রহিম, প্রতিষ্ঠাতা, মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক জনাব, মোঃ জাহাঙ্গীর আলম সহ আরো অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকা বিন্দু এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বিন্দু ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক বিন্দু।
প্রধান পৃষ্ঠপোষক, জনাব আলহাজ্ব হাসান মাহমুদ রাজা, চিফ অ্যাডভাইজার,ইউনাইটেড গ্রুপ, ঢাকা ও দাতা, মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়।
বিশেষ অতিথির বক্তব্য কালে জনাব মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে (ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল) এই প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে এবং পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে যাতে করে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনে।