Friday, 2 May 2025

মেলান্দহের ঘোষের পাড়ার পূর্ব ছবিলাপুর চলাচলের রাস্তা বন্ধ করায় প্রায় দেড় শতাধিক পরিবার অবরুদ্ধ।। রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM  

মেলান্দহের ঘোষের পাড়ার পূর্ব ছবিলাপুর চলাচলের রাস্তা বন্ধ করায় প্রায় দেড় শতাধিক পরিবার অবরুদ্ধ।। রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নের পূর্ব ছবিলাপুর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় দেড় শতাধিক পরিবারের হাজারও লোকজন অবরুদ্ধ হয়ে পড়েছেন। ফলে অবরুদ্ধ এলাকাবাসি রাস্তা নির্মাণের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে রাখে। ২মে/২৫ (শুক্রবার) দুপুরে পূর্ব ছবিলাপুর এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে করে রাখেন। ঐ মানববন্ধনে বক্তব্য রাখেন মজনু মিয়া, তারা মিয়া, খোরশেদ আলম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন মিলন বাজার রোড থেকে পশ্চিম দিকে মফিজ ব্যাপারীর বাড়ির নদীর পাড় পর্যন্ত দেশ স্বাধীনের পূর্ব থেকেই মাদারগঞ্জের যাতায়াতের জন্য রাস্তা ছিল। যে রাস্তায় গরু গাড়ি মহিষের গাড়ির সহ জামালপুর শহর থেকে শত শত গাড়ি যাতায়াত করত চলাচল করতো হাজারো জনতা। গত ১০-১৫ বছর পূর্বে এলাকার নুরুল ইসলাম নামে এক প্রভাবশালী  ব্যক্তি রাস্তাটি বন্ধ করে দিয়েছে।

এতে করে এলাকার প্রায় দেড় শতাধিক পরিবারের হাজারও লোকজন বর্তমানে অবরুদ্ধ হয়ে পড়েছে। তাই অবরুদ্ধ পরিবার গুলোর পক্ষ থেকে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত ভাবে অভিযোগ দাখিল করেছেন। কিন্তু চলাচলে রাস্তা খুলে দিতে আশ্বস্ত করা হলেও তা এখনো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় আমরা অবরুদ্ধ রয়েছি।ভুক্তভোগী পরিবার গুলোর দাবি এলাকা কতিপয় প্রভাবশালীরা চলাচলে রাস্তা বন্ধ করে দেওয়ায় তাদের প্রায় এক কিলোমিটার পথ ঘুরে  আসা যাওয়া করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

শুক্রবার সরেজমিন উপস্থিত হয়ে জানাযায়, দেশ স্বাধীনের পূর্ব থেকে মফিজ বেপারীর বাড়ির পাশ দিয়ে রাস্তা ছিল। সে রাস্তা দিয়ে জেলা ও উপজেলা শহর থেকে শুরু করে লোকজন এ রাস্তা দিয়ে গরু গাড়ি মহিষের গাড়ি বাইসাইকেলযোগে পথচারীরা মাদারগঞ্জে উপজেলায় যাতায়াত করত। বিগত ১০/১৫ বছর আগে, প্রতিপক্ষ নুরুল ইসলাম তিনি র্দীঘ দিনের যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। 

এতে বিপুল পরিমাণ জনগোষ্ঠী অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে প্রায় দেড় শতাধিক পরিবারের হাজারও নারী-পুরুষ ও বৃদ্ধ মানুষ সহ শিশুরা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ গোরস্থান এমনকি মিলন বাজারে যাতায়াত করতে প্রায় এক কিলোমিটার ঘুরে যেতে হয়।

স্থানীয় বাসিন্দা জয়নাল আকন্দ, খাদেম আলী ও মিলনবাজারে দোকানদার কালু আকন্দ জানান রাস্তাটি স্বাধীনতার আগে থেকেই মাদারগঞ্জের একমাত্র রাস্তা হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এ রাস্তা দিয়ে গরু গাড়ি মহিষের গাড়ি যাতায়াত সহ অত্র এলাকাবাসী চলাফেরা করে আসছিলেন। কিন্তু বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী নুরুল ইসলাম এই রাস্তাটি বন্ধ করে দেন। ফলে এই বিশাল এলাকা বাসি রাস্তার অভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে।

তাই এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন এবং কি দাবি জানিয়েছেন জরুরী ভিত্তিতে দীর্ঘদিনের চলাচলে রাস্তাটি পুনরায় নির্মাণ করে যাতায়াতের উপযোগী করে দেয়া জন্য। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাসুদ মিয়া বলেন, জমির মালিক যেই হোক না কেন রাস্তা বন্ধ করে দেওয়াটা চরম অন্যায়। রাস্তা বন্ধকারীদের রাস্তা খুলে দেওয়ার জন্য বলা হলেও তাঁরা কর্ণপাত করেননি।

এ ব্যাপারে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আলমগীর বলেন এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।