মোঃ কামরুল হাসান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
আবারো বিশ্বজয় করলেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ মোং ওয়াসিম আইয়ুব"
আরব আমিরাত "রাস আল খাইমাহ অনুষ্ঠিত ২১ তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৫২ দেশের শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্হান অর্জন করেন বাংলাদেশের হাফেজ ওয়াসিম আইয়ুব। এই গৌরব বাংলাদেশের, আরব আমিরাত সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে ওয়াসিম আইয়ুব কে অভিনন্দন ও শুভেচ্ছা।