Monday, 1 May 2023

ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী মহিলা এমপি সহ কৃষকের ধান কেটে দিলেন

ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী মহিলা এমপি সহ কৃষকের ধান কেটে দিলেন

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার 

জামালপুরের ইসলামপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা এমপি।

রবিবার (৩০এপ্রিল) সকালে উপজেলা কৃষকলীগের আয়োজনে দলীয় নেতাকর্মীদের নিয়ে বেলগাছা ইউনিয়নের ধনতলা এলাকার হতদরিদ্র কৃষক মনু সেখ ও কানু সেখের দুই বিঘা জমির ধান কেটে দিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, 'দেশব্যাপী বোরো ধান কাটা শুরু হয়েছে। 

অনেক কৃষক অর্থ সংকটে ধান কাটাতে পারছেন না।

এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছি।

এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম শাহ্ ফকির ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ জেলা ও স্থানীয় কৃষক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।