স্টাফ রিপোর্টারঃ
জামালপুর টাউন জংশন স্টেশনে এক সময় টিকিট কালোবাজারীর গডফাদার ছিলেন লিটন কিন্তু বর্তমানে লিটনকে টপকিয়ে আলোচনায় এখন ব্লাকার হৃদয়। অল্প কিছুদিনের মধ্যেই সে যেন আঙ্গুল ফুলে কলা গাছ।
হৃদয় সাহাপুর ফকির পট্টি এলাকার মৃত মালগাড়ির ছেলে পেশায় সে ছিলো রিকশা চালক
রিকশা চালিয়ে তেমন ইনকাম না হওয়ার বেছে নিয়েছে টিকিট কালোবাজারি ব্যবসা বর্তমানে কালোবাজারি করে তার মাসে আয় লাখ টাকার কাছাকাছি।
এলাকাবাসী জানাই জামালপুর সদর থানার কতিপয় পুলিশ কর্মকর্তার সাথে সম্পর্ক থাকার কারণে দাপটের সাথে হৃদয়ে এই ব্যবসা পরিচালনা করে আসছে।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে জিআরপি থানার এস আই আব্দুল সাত্তারে সাথে যোগাযোগ করলে তিনি জানান এক সপ্তাহ আগে হৃদয়কে আমরা টিকিটসহ জেল হাজতে প্রেরণ করেছি জেল থেকে ফিরে বর্তমানে হৃদয় আবাও টিকিট কালোবাজারি করছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান টিকিট কালোবাজারি সাথে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।