Thursday, 25 May 2023

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি দল গঠন

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে  স্বপ্নসারথি দল গঠন

বিপুল মিয়াঃ

"দ্যা ড্রিমার", মানে যে স্বপ্ন দেখে এই স্লোগানকে সামনে রেখে, ২৫ জন কিশোরী নিয়ে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া  ইউনিয়নের কুটামনি গ্রামে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি দল গঠন করা হয়।বুধবার বিকেলে এ দল গঠন অনুষ্ঠানে আয়োজন করা হয়। স্বপ্নসারথি দল গঠনে সর্বসম্মতিক্রমে আহবায়ক নির্বাচিত হয় দিশা রানী ও সহ আহবায়ক পদে তনা ও রিপাকে নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ,ব্র্যাক জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, সেলপ অফিসার মো.আলমগীর মিয়া।