জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের কাশারীপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকীর মেয়ে
নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী (১৪) অপহরণের ১৩ দিন পরও উদ্ধার হয়নি। অপহরণের ঘটনায় গত ১৬ জুন শুক্রবার রাতে থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রীর বাবা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা- যাওয়ার পথে মহিষাবাদুরিয়া গ্রামের রেহান আলীর পুত্র পিয়াস (২৫) উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই ছাত্রী তার বাবাকে জানায়। পরে ওই ছাত্রীর বাবা পিয়াসের বাবার কাছে অভিযোগ করেন। ৮ জুন ওই ছাত্রীকে বাড়ির পাশের সড়ক থেকে অপহরণ করে নিয়ে যায় পিয়াস ও তাঁর বন্ধুরা। ওই ছাত্রীর বাবা বলেন, ‘থানায় মামলা করেছি। পুলিশ মেয়েকে উদ্ধার করতে পারেনি।' সরিষাবাড়ী থানার উপপরিদর্শক শিব্বির আহমেদ বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।