Saturday, 15 July 2023

ঢাকা ইউনাইটেড হসপিটালে ময়না চেয়ারম্যানর হার্ডে রিং স্থাপন করা হয়েছেঃ

ঢাকা ইউনাইটেড হসপিটালে ময়না চেয়ারম্যানর হার্ডে রিং স্থাপন করা হয়েছেঃ

এম, শামসুল আলম
(রাজশাহী জেলা প্রতিনিধি)

রাজশাহী জেলাধীন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান, তৃণমূল জনগনের আস্থাভাজন- নিরহংকারী ও উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি- জননেতা যুবরাজ, লুৎফর হায়দার রশীদ ময়না

গত ৮- জুলাই তানোর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি সভায় দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থাকা কালিন সময়ে হঠাৎ তার বুকে প্রচন্ড ব্যাথায় লুটিয়ে পড়েন।

তৎক্ষনিক ভাবে নেতা-কর্মীগণ তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেলে; কর্তব্যরত চিকিৎসক তাকে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে- পারিবারিক উদ্যোগে ও দলীয় নেতা-কর্মীগণের সহয়তায়

গত কাল ১১-জুলাই বেলা ৩-০০ মিনিটে ময়না চেয়ারম্যানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হতে- উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা ইউনাইটেড হাসপাতালে বিজ্ঞ চিকিৎসক ডাঃ শফিকুল ইসলাম [Enzogram] করে তার হার্ডে ব্লক দেখতে পেলে- সেসময় দ্রুত তার হার্ডে একটি রিং পরানো হয়।

বর্তমানে ময়না চেয়ারম্যান সুস্থ এবং  ভালো আছেন। বর্তমানে তাকে [CCU] অবজারভেশনে রাখা হয়েছে।

তিনি সবার সাথে কুশল বিনিময় ও কথা বলতে পারছেন। তাঁর পরিবারের পক্ষ হতে ও 

নেতা-কর্মীগণের পক্ষ থেকে সকল জনগনের দোয়া, আর্শীবাদ ও প্রার্থনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন; রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সাধারণ সম্পাদক- জননেতা মাহাবুর রহমান (মাহাম)।

মাহাম গত কাল ১১-জুলাই (মঙ্গলবার) সন্ধায় ঢাকা ইউনাইটেড হসপিটালে অবস্থান করেন এবং ময়না চেয়ারম্যান এর শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখেন।

মুঠো ফোনে মাহাবুর রহমান (মাহাম) সকল শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক নেতা-কর্মীদের নিকট ময়না চেয়ারম্যান এর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া- আর্শীবাদ প্রার্থনা করছেন।

তার সাথে-সাথে তানোর উপজেলার সকল প্রতিবন্ধী ব্যক্তিগণে পক্ষ থেকে সভাপতি- শামসুল আলম এবং সাধারণ সম্পাদক- ইমরান হোসাইন তার দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন।।