জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে ২১ দিনপর শিশু মুজাহিদের মরদেহ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। ৩০ মে বৃহস্পতিবার সকালে উপজেলার সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া গ্রামের ব্রম্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশু মুজাহিদ উপজেলার সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া গ্রামের বাবুল আক্তারের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গত ১০ মে ৫০০ টাকার জন্য শিশুকে মুজাহিদকে ব্রহ্মপুত্র নদে ফেলে হত্যা করে শামীম হোসেন নামে এক কিশোর। সেসময় মুজাহিদের লাশ অনেক খোজাখোজি করে পাওয়া যানি। পরে বৃহস্পতিবার সকালে মুজাহিদের মরদেহ নদে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় কিশোর শামীমকে গ্রেফতার করে আদালতে পাঠালে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।