Saturday, 5 October 2024

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

 

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪  উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

জামালপুর প্রতিনিধিঃশাকিল আহমেদ 

জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  শনিবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। 

বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা শিক্ষক দিবস  উদযাপন কমিটির আহবায়ক ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত, সদস্য সচিব মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, মাদ্রাসার সহকারী অধ্যাপক শাহিন খান, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সুপার রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম প্রমূখ।

ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) আয়োজনে  বালিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্যানেল আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় এম্পায়ারিং চিলড্রেন থ্রু এডুকেশন (ইসিই) প্রকল্প।   এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।