Sunday, 3 November 2024

জামালপুরে বাংলাদেশ হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত

                                               শুধু দেশ  জনগণের পক্ষে

জামালপুরে বাংলাদেশ হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদনঃ

জামালপুরে সংখালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্তসহ বিভিন্ন জেলায় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সকল অঙ্গসংগঠন ও সংখ্যালঘু ঐক্যমোর্চাভুক্ত সংগঠনের সমন্বয়ে সারাদেশের ন্যায় জামালপুর শহরের সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ উলক্ষে বাংলাদেশ হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সংখ্যালঘু সংগঠন সমুহের ঐক্যমোর্চা শনিবার বিকাল ৩ টায় শহরের দয়াময়ী মোড় প্রঙ্গনে মানব বন্ধন ও সমাবেশের আয়োজন করে। ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও সমাবেশে বাংলাদেশ হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ লক্ষী কান্ত পন্ডিত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বণিক, শ্রী শ্রীরী দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদেরস ভাপতি সিদ্ধার্থ শংকর রায় ও বাংলাদেশ হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

জামালপুর শহর শাখার সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র কাঞ্জিলালসহ আরও অনেকে।সমাবেশ চলাকালে বক্তাগন সংখালঘুদের উপরোক্ত ৮ দফা দাবী মেনে নেওয়ার জন্যস রকারের প্রতি আহ্বান জানান।