Friday, 8 November 2024

চাষাড়ায় গণসনাবেশে জেলা তারেক জিয়া প্রজন্ম দলের শোডাউন

                    শুধু দেশ  জনগণের পক্ষে

চাষাড়ায় গণসনাবেশে জেলা তারেক জিয়া প্রজন্ম দলের শোডাউন

স্টাফ রিপোর্টার লিজাঃ 

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করছেন নারায়ণগঞ্জ জেলা তারেক জিয়া প্রজন্ম দলের নেতৃবৃন্দরা। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ৩টায় চাষাড়া জিয়া হলে আয়োজিত সমাবেশ সফল করতে বিশাল শোডাউন দেন তারা। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ গিয়াসউদ্দিন। তারেক জিয়া প্রজন্ম দলের জেলার সভাপতি নুর মোহাম্মদে নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল মল্লিক, শাজাহান সাদেক, সাংগঠনিক সম্পাদক রিপন, আলকাছসহ ফরহাদ, পলাশ, রানা, এসহাক, রিপন, সেলিম, জাকির, সাকিব প্রমুখ।

মিছিলটি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে চাষাড়া জিয়া হলে আয়োজিত সমাবেশে যোগদান করে।