শুধু দেশ ও জনগণের পক্ষে
চেয়ারম্যান JNEWS24TV
জামালপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণসংযোগ ও পথসভা হয়।
বৃহস্পতিবার (১৯ শে ডিসেম্বর ) সকাল ১০ থেকে শহস্ত বাইবাসমোড়ে এ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি'র)
যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সম্মানীত যুগ্ম মহাসচিব, সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স'সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুরে আগমন উপলক্ষে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির(সহ-সাংগঠনিক সম্পাদক) জামালপুর জেলা বিএনপি'র সূযোগ (সাধারণ সম্পাদক) প্রিয় অভিভাবক, জননেতা এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন ভাইয়ের সার্বিক তত্বাবধানে এই পথ সভাটি অনুষ্ঠিত হয়।
জামালপুর শহরস্থ নতুন বাইপাসমোড় চত্বরে জামালপুর শহর বিএনপি ও সদর উপজেলা বিএনপি আয়োজিত পথ সভায় অংশগ্রহন করেন সকল শহর বিএনপির জেলা পর্যায়ে ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ।