Monday, 27 October 2025

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত শিশুসহ আহত ৪

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত শিশুসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ সময় এক শিশুসহ গুরুতর আহত হয়েছে ৪ জন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর সদর উপজেলার জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ (৩০), একই উপজেলার উচ্চগ্রাম এলাকার শরিফ আহমেদের স্ত্রী আরিফা আক্তার পলি (২৮), জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬২) ও অজ্ঞাত এক নারী।

স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে জামালপুর থেকে দিগপাইতগামী কাভার্ট ভ্যানের সাথে  ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নামে এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরিফা আক্তার পলিসহ অপর এক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়। এ সময় ৪ জনের অবস্থা  চরম অবনতি হলে এক শিশুসহ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলো- দুর্ঘটনায় নিহত  আরিফা আক্তার পলির শিশু পুত্র আরশ (৭), জামালপুর সদর উপজেলার কাষ্টসিংগা গ্রামের অটোরিক্সার চালক জাহাঙ্গীর আলম (৪০), দিগপাইত এলাকার সাদিকা আক্তার (২৫) ও নারায়ণপুর এলাকার সন্ধ্যা বেগম (৫০)।

জামালপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, কাভার্ট ভ্যানের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে।  দুর্ঘটনার পর  স্থানীয়রা দিগপাইত এলাকায় ঘাতক কাভার্ট ভ্যানটিকে আটক করে, কিন্তু চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে, ঘাতক কাভার্ট ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Wednesday, 15 October 2025

জামালপুরে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা

শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 
জামালপুরে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা

জয় হোসাইনঃ

জামালপুরে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জামালপুর শহরস্থ একটি হোটেলে “হেযবুত তওহীদ” জামালপুর জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক  রিয়াদুল হাসান। 

সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণা কার্যনির্বাহী সদস্য আদিবা ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার, জামালপুর সদর উপজেলা সভাপতি সুলতান মাহমুদ মেহেদী  সহ প্রমুখ।

বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ গঠনে তওহীদের মূলনীতি অনুসরণ অত্যন্ত জরুরি। গণমাধ্যম কর্মীরা সত্য, ন্যায্যতা ও নৈতিকতার বার্তা প্রচারের মাধ্যমে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হেযবুত তওহীদ শেরপুর জেলার সাধারণ সম্পাদক সুমন মিয়া।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার” ওপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ।এরপর থেকেই সংগঠনটি সারাদেশে সভা, সমাবেশ ও সেমিনারের মাধ্যমে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পূর্ণাঙ্গ রূপ জাতির সামনে তুলে ধরছে।।

Wednesday, 1 October 2025

ইসলামপুরে জামায়াত নেতা ড:সামিউল হক ফারুকীর পূজামণ্ডপ পরিদর্শনশারদীয়

শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 
ইসলামপুরে জামায়াত নেতা ড:সামিউল হক ফারুকীর পূজামণ্ডপ পরিদর্শনশারদীয়

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. সামিউল হক ফারুকী  দুর্গাপূজা উপলক্ষে ইসলামপুর পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

১ অক্টোবর(বুধবার)বিকেলে তিনি ইসলামপুর পৌর শহরের কৈপতপাড়া, পোদ্দারপাড়া, গোবিন্দবাড়ি, সেনবাড়ি ও হরিসভা মন্দিরে পরিদর্শন করেন। এই সময় তিনি পূজা আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য শুভেচ্ছা বিনিময় করেছেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতের আমীর জনাব রাশেদুজ্জামান, উপজেলা সেক্রেটারি মো. আবু মুছা, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামপুর উপজেলার সভাপতি মো. উজ্জ্বল মিয়া, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি ও পৌর মেয়র পদপ্রার্থী মো. মনির হোসেনসহ উপজেলা জামায়াত ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই ড. ফারুকীর এই সফরকে ইতিবাচক ভাবে নিয়েছেন। কৈপতপাড়ার পূজা আয়োজক গন বলেন, ডঃ সামিউল হক ফারুকী তিনি আমাদের এখানে এসেছেন, খোঁজ নিয়েছেন, এটা সৌহার্দ্যের দৃষ্টান্ত। আমরা চাই সব রাজনৈতিক দলই এই মনোভাব পোষণ করুক।

ড. সামিউল হক ফারুকীর পূজামণ্ডপ পরিদর্শন শুধু শুভেচ্ছা জানানোর মধ্যেই সীমাবদ্ধ  নয় বরং আমরা তাকে সাধুবাদ জানাই বলে উল্লেখ করেছে।