শুধু দেশ ও জনগণের পক্ষে JNEWS24TV.COM
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার কাজী আখতার উল আলম মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ ২৭ নভেম্বর ২০২৫ খ্রিঃ (বৃহস্পতিবার)। তাঁর বিদায়ের মুহূর্তে আবেগে ভাসে পুরো ময়মনসিংহ জেলা পুলিশ। সহকর্মীদের চোখে জল, হৃদয়ে অপার শ্রদ্ধা সব মিলিয়ে আবেগঘন এক পরিবেশে সম্পন্ন হয় বিদায় অনুষ্ঠান।
২১ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ দায়িত্ব গ্রহণের পর মাত্র ৩৪২ দিনেই তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা, সুশাসন, সততা ও মানবিকতা ময়মনসিংহ জেলার সকল স্তরের মানুষের হৃদয়ে অমলিন দাগ রেখে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ সদস্য, সবার কাছেই তিনি হয়ে ওঠেন প্রিয় পুলিশ সুপার।
সিলেট জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি হওয়ায় এই বিদায়। অনাড়ম্বর হলেও আন্তরিকতায় ভরা বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। বিদায়ের মুহূর্তে সহকর্মীদের ভালোবাসা, সম্মান আর শ্রদ্ধায় তিনি সিক্ত হন।
পুলিশ সুপার মহোদয় বিদায় বেলায় ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যসহ জেলার সকল মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম মহোদয়ের প্রতি তাঁর এই বিদায় লগ্নে গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে। পাশাপাশি তাঁর নতুন কর্মস্থল সিলেটে সফলতা, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করা হয়।
