Wednesday, 3 December 2025

ঘোড়াধাপ ইউনিয়নে রাস্তা সংস্কারের নামে অর্থ আত্মসাৎ

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

ঘোড়াধাপ ইউনিয়নে রাস্তা সংস্কারের নামে অর্থ আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদে রাস্তা সংস্কারের নামে কোটি টাকার প্রকল্প অনুমোদন হলেও বাস্তবে কাজ না করেই অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে।

২০২৪-২০২৫ অর্থবছরের কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা সংস্কারের জন্য প্রায় ১২ লাখ ৬৪ হাজার টাকার বেশি অর্থ এবং ৯.০৩১ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পসমূহের মধ্যে ছিল—

১নং ওয়ার্ডের জোকা উত্তরপাড়া পণ্ডিতের বাড়ি থেকে নিয়ামতের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার (বরাদ্দ ১,১৪,০০০ টাকা)

২নং ওয়ার্ডের রাজাপুর মনকান্দা সোহেলের বাড়ি থেকে মুখলেছ ডাক্তারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার (বরাদ্দ ১,১৪,০০০ টাকা)

৩নং ওয়ার্ডের গোপালপুর ছতুর বাড়ি থেকে রুবেলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার (বরাদ্দ ১,১৪,০০০ টাকা)

৪নং ওয়ার্ডের হরিপুর টাওয়ার মোড় থেকে সাবান ঘাট ব্রীজ পর্যন্ত রাস্তা সংস্কার (বরাদ্দ ১,১৪,০০০ টাকা)

৫নং ওয়ার্ডের বড়বিলা মোড় থেকে ক্রীমোহনী হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কার (বরাদ্দ ১,১৪,০০০ টাকা)

৮নং ওয়ার্ডের হরিণাকান্দা নতুন মসজিদ থেকে ঠাডাকুরী নদী পর্যন্ত রাস্তা সংস্কার (বরাদ্দ ১,১৪,০০০ টাকা)

চড়িমাগুরা জথিষ্টী কেরানার বাড়ি পূজামণ্ডপ থেকে পাকা রাস্তা পর্যন্ত রাস্তা সংস্কার (বরাদ্দ ১,১৪,০০০ টাকা)

এছাড়াও বিশেষ বরাদ্দে আরও কয়েকটি রাস্তা সংস্কারের প্রকল্প অনুমোদন করা হয়।

কিন্তু এলাকাবাসীর অভিযোগ, এসব প্রকল্পের কাজ বাস্তবে করা হয়নি। রাস্তা সংস্কার না করেই বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান ও তার সহযোগীরা।

এলাকাবাসীর ক্ষোভ

এ বিষয়ে স্থানীয়রা জানান, ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো এখনও পূর্বের মতোই অযত্নে পড়ে আছে। কাজের কোন চিহ্ন নেই। অথচ কাগজপত্রে দেখানো হচ্ছে প্রকল্প শেষ হয়েছে। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে পড়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্নীতির বিচার দাবি করছে।

এলাকাবাসী সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “রাস্তা সংস্কারের নামে কোটি টাকা বরাদ্দ হলেও কোনো কাজ হয়নি। এভাবে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে দুর্নীতি চলতে থাকলে গ্রামীণ জনগণ বঞ্চিত হবে।”