সুজন মিয়া, স্টাফ রিপোর্টার,,,,
সাভারের, আশুলিয়া থানাধীণ, শিমুলিয়া ইউনিয়নের গোহাইল বাড়ী মৌজায় ৪৪২ শতাংশ সরকারি জমি দখল মুক্ত করেছেন আশুলিয়া সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন।
জানা যায় এস এ ও আর এস এবং বি আর এস রের্কড ১নং খাস খতিয়ান ভূক্ত উক্ত খাস জমির এস এ দাগ নং ৯৭৫ ,৯৭৬,৯৮১ ও৯৮৩ যাহার আর এস দাগ নং ১৩৪৯,১৪০৯,১৩৪৪ও ১৩৪৩ জমির পরিমাণ ৪৪২ শতাংশ উহা ১ নং খাস খতিয়ান ভূক্ত সম্পত্তি/ উক্ত জমি মোঃ আরমান আলী, পিতা সবদর আলী সাং কোলাপাড়া,ডাকঘর-শিমুলিয়া, আশুলিয়া ,সাভার ,ঢাকা । তিনি ১৩৪৮ বাংলাসন , ইংরেজি ১৯৪১ সনের একখানা ভূয়া আমলনামা দলিল দেখিয়ে, সরকার বাহাদুর কোন খাজনাদী না দিয়ে উক্ত ৪৪২ শতাংশ ১ নং খাস খতিয়ান ভূক্ত জমি চাষাবাদ করিয়া আসিতেছিল।
মোঃ আরমান আলী ,পিতা, সবদর আলী প্রায় ১বছর পূর্বে মারা গিয়াছে এলাকার মুরুব্বি গন জানান, ১৩৪৮ বাংলা সনে বা ইংরেজি ১৯৪১ ইং সালে আরমান আলীর বয়স ছিল ১২/১৩ বছর আরমান আলীর নামে আমলনামা দলিল বা পাট্রা দলিল চিটা দলিল পাবার মত বয়স তাহার ছিলো না।
এলাকার মুরুব্বি গন জানান আরমান আলী বলতো সরকার থেকে তার কাগজ পত্র করা আছে।এখন তো দেখি আরমান আলী সব মিথ্যা কথা বলে। উক্ত সম্পত্তি চাষাবাদ করতো। বর্তমানে উক্ত ৪৪২ শতাংশ জমি বিগত,ইং তারিখে ঢাকা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে সহকারী কমিশনার ভূমি রাজস্ব সার্কেল সভার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন উক্ত জমি উদ্ধার ও চিহ্নিত করে।
আরো জানা যায় যে উক্ত উদ্ধারকৃত জমির এস এ দাগ নং ৯৭৫ আর এস ১৩৪৯ জমির পরিমাণ ২.১১ শতাংশ।উক্ত জমি হতে .৭৫ শতাংশ জমি শ্রী খুশিমোহন সরদার ও তাহার স্ত্রী বিশাখা রানী ও শ্রী পারবর্তী মনি দাস ও তাহার স্ত্রী পাগল দাসী এবং হযরত আলী ও তাহার স্ত্রী শাহিদা খাতুন সর্ব সাং গোহাইল বাড়ী গুচ্ছগ্রাম পো: শিমুলিয়া, আশুলিয়া , সাভার ,ঢাকা কে .২৫+২৫+.২৫ করে .৭৫ শতাংশ জমি ৯৯ বছরের জন্য সরকারের পক্ষে জেলা প্রশাসক ঢাকা মহোদয়ের বন্দবস্ত প্রদান করিয়াছে।
উক্ত জমি এস এ দাগ নং ১৩৪৯ এর নামজারি ও জমাভাগ করিয়া সহকারী কমিশনার ভূমি সাভার ঢাকা খাজনাদী গ্রহন করিয়া দাখিল ও ডিসি আর প্রদান করিয়াছেন। উক্ত বন্দোবস্তকৃত .৭৫ শতাংশ জমির সীমানা চিহ্নিত করতে গিয়ে সর্বমোট ৪৪২ শতাংশ জমি উদ্ধার করেছে, সাভার আশুলিয়া সার্কেলের সহকারি কমিশনার ভূমি মোঃ আনোয়ার হোসেন
উক্ত বিষয়ে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।