Wednesday, 6 December 2023

ইসলামপুর প্রেসক্লাবে সাংবাদিকের সাথে ধর্ম প্রতিমন্ত্রী'র মতবিনিময়

ইসলামপুর প্রেসক্লাবে সাংবাদিকের সাথে ধর্ম প্রতিমন্ত্রী'র মতবিনিময়

হাসর আলী জামালপুর 

জামালপুরের ইসলামপুর প্রেসক্লাব সাংবাদিকের সাথে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে প্রেসক্লাব হল রুমে মতবিনিময় সভায় মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় প্রধান ছিলেন, বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক এমপি। 

অন্যান্যদের মধ্যে অন্যান্যরা ছিলেন,পলাবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন ডিহিদার,ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লিপি আক্তার, সাবেক ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি ফিরোজ খান লোহানী, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক গণ উপস্থিত ছিলেন

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

জামালপুর প্রতিনিধিঃ বিপুল মিয়া

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এতে র ্যালী, মানববন্ধন, কুইজ প্রতিযোগিতা ও  আলোচনা সভা  আয়োজন করা  হয়।গতকাল বুধবার দুপুরে পাথালিয়া এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। জেলা নারী উদ্যোক্তার সভাপতি সাঈদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর মহিলা বিষয়কের উপ পরিচালক কামরুন্নাহার। 

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে  সার্বিকভাবে সহযোগিতা করেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী  আক্তার । 

সভায় অংশ নেয় ইয়ুথ সদস্য ,সাংবাদিক  ও বিভিন্নপেশাজীবি মানুষ। 

বয়স,জেন্ডার, সামাজিক পরিচয় নির্বিশেষে সকল তরুন তরুণীদের   সাথে নিয়ে ব্র্যাক অধিকার  এখানে, এখনই প্রকল্পের ২৫টি জেলায় নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও।

সাংবাদিক জহির আলমের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিক জহির আলমের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টারঃ- জিহাদ হোসেন 

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ জহির আলম সিকদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

গতকাল মঙ্গলবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক খুরশীদ আলম গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় মোঃ জহির আলম সিকদারের উপর মোঃ মোখলেস ও ইয়ামিনসহ কয়েকজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।

আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে এস আই মিজানুর রহমান সজীব বলেন, আমরা অভিযোগ পেয়েছে।  ঘটনা তদন্ত করে অপরাধী কে আইনের আওতায় আানা হবে।

প্রজনন স্বাস্থ্য ও অধিকার ইস্যুতে সচিত্র প্রতিবেদন তৈরির দক্ষতা উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ব্র্যাকের

প্রজনন স্বাস্থ্য ও অধিকার ইস্যুতে সচিত্র প্রতিবেদন তৈরির  দক্ষতা উন্নয়নে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ব্র্যাকের

স্টাফ রিপোর্টারঃ বিপুল মিয়া

প্রজনন  স্বাস্থ্য ও অধিকার ইস্যুতে সচিত্র প্রতিবেদন তৈরির দক্ষতা উন্নয়নে জামালপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে সভা হয়েছে। 

রোববার দুপুরে  ব্র্যাকের অধিকার এখানে,এখনই প্রকল্পের উদ্যোগে জামালপুর পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায়  ইয়ুথ ক্লাবের সদস্য জিল্লুর রহমান শান্তর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন ব্র্যাকের  এরিয়া কো- অর্ডিনেটর জিল্লুর রহমান । এতে  প্রধান অতিথির বক্তব্য দেন,ব্র্যাকের জেলা  সমন্বয়কারী আহম্মেদ ওমর ফারুক ।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, এসএ টিভির জেলা প্রতিনিধি  ফজলে এলাহী মাকাম, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক প্রমুখ। 

এসময় বক্তারা কিশোর কিশোরীদের যৌন,প্রজনন,স্বাস্থ্য ও অধিকার ইস্যুতে পারিবারিক ও সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে সচেতন হওয়ার আহবান জানান। সভায় ব্র্যাকের এখানে এখনই প্রকল্পের ডিওয়াইএম কাকুলী আক্তর,ইয়ুথ ক্লাবের সদস্য, জামালপুর প্রেসক্লাব ও জামালপুর জেলা প্রেসক্লাবের  কর্মরত সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।