Saturday, 5 October 2024

ইসলামপুরে চোরাই পথে আসা ১২ বস্তা ইন্ডিয়ান জিরা আটক

 

ইসলামপুরে চোরাই পথে আসা ১২ বস্তা ইন্ডিয়ান জিরা আটক

নিজস্ব প্রতিবেদঃ

ইসলামপুর থানার পুলিশ গোপাল সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ১২ বস্তা জিরা আটক করেছে। পাঁচ সেপ্টেম্বর শনিবার দুপুরে ঝগড়ারচর থেকে জামালপুর আসার পথে ডিগ্রির চর মিয়াবাড়ী ব্রিজ উপর থেকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঝগড়াচর বাজারের মের্সাস শরীফ এন্টারপ্রাইজের মালিক মোঃ সাজু মিয়ার দোকানে চোরাই পথে আসা বর্ডার ক্রস ১২ বস্তা ইন্ডিয়ান জিরা বিক্রি করে জামালপুর শহররস্ত রানিগঞ্জ বাজারের মের্সাস শহীদুল এন্টারপ্রাইজের মোঃ শহিদুল ইসলামের কাছে । ওই জিরা ইসলামপুর ডিগ্রি চর বালিয়ামারী মিয়া বাড়ি ব্রিজ উপর অভিযান চালিয়ে আটক করে ইসলামপুর থানা পুলিশ।

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি)  সাইফুল্লাহ ঘটনা সত্যতার নিশ্চিত করে বলেন অবৈধ পথে আসা ১২ বস্তা জিরা ভর্তি একটি অটো রিক্সার চালক আটক করা হয়েছে। 

মোঃসোহেল রানা 

নিজস্ব প্রতিবেদকঃ

০১৭২০০৩০৫৯০