Thursday, 3 October 2024

মাদারগঞ্জে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধা

 

মাদারগঞ্জে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধা

           JNEWS24TV.COM

জামালপুর প্রতিনিধিঃশাকিল আহমেদ 

জামালপুরের মাদারগঞ্জে গণ সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকালে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গণ সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডাঃ সৈয়দ ইউনূস আহমাদ।   বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা শাখার সহ সভাপতি মুফতী মোস্তফা কামাল, সেক্রেটারী মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী সালেহ আহমাদ, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান,  জেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্বা পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মুফতী আবু সাঈদ, জামালপুর-৩ সাবেক সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোঃ বুরহান উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মোখলেছুর রহমান। এছাড়াও মাদারগঞ্জ  মুজাহিদ কমিটি সেক্রেটারি হাফেজ কারী নজরুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন।   

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ও সঞ্চালনায় সাধারণ সম্পাদক মুফতী আব্দুল মান্নান। এরপূর্বে দেশ ও জাতির কল্যাণ ও ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠায় দোয়া করা হয়।  পরে ইসলামীক সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।  উল্লেখ্য যে,  ভারতে ইসলাম ও মুহাম্মদ (সঃ) এর কটুক্তির প্রতিবাদ এবং ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘঠিত গণহত্যার বিচারের দাবি,  সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে গণ সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।