Monday, 30 December 2024

ইসলামপুরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

                         শুধু দেশ  জনগণের পক্ষে

ইসলামপুরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার 

 জামালপুরের ইসলামপুরে ৩১নং উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ডিসেম্বর) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাষ্টার তিনি বলেন শিক্ষা জাতির মেরুদন্ড-আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক বাবা-মাকে উদ্দেশ্যে করে তিনি বলেন সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, আপনাদের ছেলে-মেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানের সাথে আলোচনা করবেন। মনে রাখতে হবে প্রাথমিক বিদ্যালয় যে ভীত তৈরি ও মজবুত হবে সেটা শিক্ষার্থীর সারা জীবনের সঞ্চয়। দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের প্রাচীর না থাকায় অচিরেই বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ করে দেওয়ার আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামালপুর জজ কোর্টের এড. মোঃ নিজাম উদ্দিন খান, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বেলাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, উত্তর ইসলামপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফ হোসেন, সাবেক প্রধান শিক্ষক রবিউল ইসলাম, এসএমসি কমিটির সাবেক সদস্য খুশ মাহমুদ, বিদ্যালয়ের জমিদতা হিমাংশু কুমার বন্দসহ বিদ্যালয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

Saturday, 28 December 2024

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা সহ চোরাচালানের ৩ সদস্য গ্রেফতার

                          শুধু দেশ  জনগণের পক্ষে

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা সহ চোরাচালানের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

১৪৫ বস্তা ভারতীয় জিরা সহ চোরাচালান চক্রের ৩ জন গ্রেফতার  করেছে জামালপুর ডিবি পুলিশ।

আজ ভোর ০৪.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার সদর থানাধীন ডাকপাড়া এলাকার জামালপুর টু শেরপুর মহাসড়কের উপর অবৈধভাবে চোরাই পথে বাংলাদেশ সরকারের শূল্ক ও কর ফাঁকি দিয়ে  বাংলাদেশে আনায়ন করা ১৪৫ বস্তা ভারতীয় ‘জিরা’ ও একটি মিনি ট্রাক গাড়ি সহ তিন  চোরাকারবারীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, ১। মোঃ রাকিব মিয়া  সজিব(২০), পিতা-মোঃ আবু তাহের, মাতা-মোছাঃ শেফালী বেগম, সাং-উরফা (শিমুলতলী বার মাইশ্যা বাজারের পাশে), ০৩নং ওয়ার্ড, দরপর বাজার ইউপি, থানা-নকলা, জেলা-শেরপুর, ২। মোঃ মোস্তাক আহম্মেদ(২৪), পিতা-মোঃ হারেজ আলী, মাতা- মোছাঃ মোর্তজা বেগম, সাং-ঝলঝলিয়া(গারোদের গির্জার পাশে), ভুবন কুড়া ইউপি, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, ৩। মোঃ মাহমুদুল আল হাসান লিখন(৩৬), পিতা- মৃত খলিলুর রহমান, মাতা-মোছাঃ নাজনিন আক্তার, সাং-দূর্গা নারায়নপুর (০২নং ওয়ার্ড নবারুন স্কুলের পাশে), শেরপুর পৌরসভা, থানা ও জেলা-শেরপুর।

জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম বিপিএম মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত জিরা সহ ট্রাক গাড়ি সহ আটক করেন এসআই(নিঃ)/ মোঃ আসাদুজ্জামান ও এসআই(নিঃ)/ সুমন চন্দ্র সরকার এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করে। উক্ত বিষয়ে জামালপুর সদর থানার মামলা নং-৪৬/৭২৪, তারিখঃ ২৮/১২/২০২৪ খ্রিঃ, ধারাঃ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)/২৫-ডি রজু পূর্বক রিমান্ড আবেদন সহ আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

Friday, 27 December 2024

জামালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু,আটক ২

                       শুধু দেশ  জনগণের পক্ষে

জামালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু,আটক ২

শরিফ মিয়া স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের ইসলামপুরে ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে সেতাব আলী (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনার চরাঞ্চলে জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ওয়ান শুটার গান পিস্তল, ৮ রাউন্ড গুলিসহ ২ ডাকাত গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ।

তিনি জানান, উপজেলা কুলকান্দি ইউনিয়নের দুর্গম যমুনার চরে একটি সংবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন থেকে গুম খুন, ডাকাতিসহ নানাবিধ অপকর্ম করে আসছে। চক্রটির বিরুদ্ধে স্থানীয় ও বিভিন্ন থানাতে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশের একটি দল নৌকাযোগে ঘটনাস্থলে গেলে খবর পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ইসমাইল হোসেন (৩২) ও সুরমান আলী (৩৫) নামের দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে পুলিশ খবর পায় আরেকজন ডাকাতকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের কাছ থেকে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে সেতাব আলীর মৃত্যু হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, এ ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতের সঠিক নাম ঠিকানা পাওয়া যায়নি বলে জানান তিনি।

শেরপুরে নোবেল বাহিনীর ছুরিকাঘাতে দুই যুবক আহত

                  শুধু দেশ  জনগণের পক্ষে

শেরপুরে নোবেল বাহিনীর ছুরিকাঘাতে দুই যুবক আহত

নিজস্ব প্রতিনিধি:

শেরপুরে চুরি চেষ্টায় ব্যর্থ হয়ে নোবেল বাহিনীর ছুরিকাঘাতে  গুরুতর  আহত হয়েছেন দুই যুবক। বুধবার রাতে শেরপুর নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রামে এই ঘটনাটি ঘটে । আহতরা হলেল একই গ্রামের  দ্বীন ইসলাম বাবু ও মোঃ আশরাফুল ইসলাম। 

জানা যায়, মোঃ জাহাঙ্গীর হোসেন জীবন তার গরুর খামারের গরু কিনার জন্য তার ফুফাতো ভাইয়ের কাছ থেকে পাওনা টাকা বাবদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফেরার পথে নোবেল বাহিনীর প্রধান নোবেল সহ ৬/৭ জন লোক দেশি ধারালো অস্ত্র নিয়ে  টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সাথে থাকা ফার্ম কর্মচারীদের প্রতিরোধে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরির আঘাতে দুই যুবক গুরুতর আহত হয়।  

পরে আহতদেরকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর  করেন। 

এবিষয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন জীবন বাদী হয়ে নকলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Saturday, 21 December 2024

নারায়ণগঞ্জ ফতুল্লা তক্কার মাঠে পোশাক শ্রমিক সিয়াম খুন

                          শুধু দেশ  জনগণের পক্ষে

নারায়ণগঞ্জ ফতুল্লা তক্কার মাঠে পোশাক শ্রমিক সিয়ামের খুন

স্টাফ রিপোর্টারঃ আলেয়া আক্তার লিজা

নারায়ণগঞ্জ,ফতুল্লা শিয়াচর তক্কার মাঠ এলাকায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুলের ভাগিনা সায়মন বাহিনীর সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে সিয়াম (১৮) নামের এক যুবককে হোসিয়ারী শ্রমিককে।

নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাঁচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার ছেলে।শুক্রবার (২০ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এমন ঘটনা ঘটেছে ।

নিহত সিয়ামের মা কাঞ্চন বেগম জানান, দুই মাস অসুস্থ ছিলো সিয়াম। সুস্থ হলে দশ, পনেরো দিন পূর্বে সিয়াম একটি হোসিয়ারী কারখানায় কাজে যোগ দেয়।

২০ ডিসেম্বর রোজ শুক্রবার রাত নয়টার দিকে  সিয়ামের মোবাইল ফোনে ফোন করলে সিয়াম তাকে জানায় বাসায় ফিরতে রাত ১০ টা বাজবে। এরপরে রাত পৌনে ১০ টার দিকে দু তিন ছেলে  বাসায় এসে জানায় সিয়ামকে সন্ত্রাসীরা কুপিয়েছে।তবে কারা কি কারনে কুপিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে তা সে বলতে পারে নাই।

নিহত সিয়ামের সহোযোগিরা জানায়,সিয়াম স্থানীয় ছাত্রলীগ নেতা শামীমের সঙ্গে ছাত্রলীগের সভা সমাবেশ করতেন। তবে ছাত্রলীগে সিয়ামের কোনো পদ পদবি নেই। তবে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত নয়টার দিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক  নজরুলের ভাগিনা সায়মন, , আব্দুল্লদহ মেহেদী, ইকরাম, মহিউদ্দিনসহ বেশ কয়েকজন পিলকুনী পাঁচ তলার সামনে থেকে নিহত সিয়ামকে তুলে নিয়ে অটোরিক্সাযোগে তক্কার মাঠ বুড়ির গ্যারেজ সংলন খানকা মাঠে নিয়ে যায়।

খানকা মাঠে ঢুকে কুপিয়ে তাকে পুনরায় রিক্সায় করে পাচঁ তলার সামনে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তা থেকে তুলে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সিয়াম কে মৃত ঘোষনা করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার বিবরণে জানান, তিনি জানতে পেরেছেন সিয়াম নামের একজন কে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে ঘটনার পর পরই খুনের আসামিদের ধরার অভিযান চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় রাতে কোন আসামি ধরা পড়েনি। কিন্তু নিরলস ভাবে পুলিশের একাধিক টিম নিয়ে কাজ করছে বলেও  জানান শরিফুল ইসলাম।

ওসি আরো জানান, নিহতের ডান পাশের উরুতে ছুরিকাঘাত করা রয়েছে। এতেই তার মৃত্যু হয়।

Friday, 20 December 2024

জামালপুরে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

                       শুধু দেশ  জনগণের পক্ষে

জামালপুরে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা  অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ মোঃ শামীম হোসেন

কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ সালের কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা জামালপুর জেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে MCQ পদ্ধতিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই পরীক্ষায় জামালপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৫৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসময় জামালপুর জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের জামালপুর জেলার প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট আব্দুল আওয়াল,প্রধান উপদেষ্টা সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, প্রধান পরিচালক আহমদ সালমান। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজামাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, অধ্যাপক হারুনুর রশিদ, মোঃ রশিদুজ্জামান, অধ্যাপক জাকিউল ইসলাম, খন্দকার মুকাদ্দাস আলী, এবং হাফেজ মিসবাহুল কাইয়ুম।

জামালপুর জেলার সকল উপজেলায় একযোগে সফলভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জামালপুর জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির আয়োজনে পথ সভা

জামালপুর জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির আয়োজনে পথ সভা

 

Thursday, 19 December 2024

জামালপুর জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির আয়োজনে পথ সভা

                                   শুধু দেশ  জনগণের পক্ষে

জামালপুর জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির আয়োজনে পথ সভা

চেয়ারম্যান  JNEWS24TV

জামালপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণসংযোগ ও পথসভা হয়।

বৃহস্পতিবার (১৯ শে ডিসেম্বর ) সকাল ১০ থেকে শহস্ত বাইবাসমোড়ে এ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি'র) 

যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সম্মানীত যুগ্ম মহাসচিব, সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স'সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুরে আগমন উপলক্ষে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির(সহ-সাংগঠনিক সম্পাদক) জামালপুর জেলা বিএনপি'র সূযোগ (সাধারণ সম্পাদক) প্রিয় অভিভাবক, জননেতা এডভোকেট শাহ্  মোঃ ওয়ারেছ আলী মামুন ভাইয়ের সার্বিক তত্বাবধানে এই পথ সভাটি অনুষ্ঠিত হয়।

জামালপুর শহরস্থ নতুন বাইপাসমোড় চত্বরে জামালপুর শহর বিএনপি ও সদর উপজেলা বিএনপি আয়োজিত পথ সভায় অংশগ্রহন করেন সকল শহর বিএনপির জেলা পর্যায়ে ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ। 


Monday, 16 December 2024

বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বিজয় র‍্যালী

   শুধু দেশ  জনগণের পক্ষে
বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বিজয় র‍্যালী

স্টাফ রিপোর্টারঃ শামীম হোসেন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বিজয় র‍্যালী করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন জামালপুর জেলা শাখা।

আজ সোমবার সকালে শহরের ফৌজদারি মোড় থেকে বিজয় র‍্যালী শুরু হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি ফজলুল হক আকন্দ, বকশিগঞ্জ উপজেলার সভাপতি মোস্তাসিম বিল্লাহ, সিনিয়র নকল নবিশ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ফরহাদ আলী, কাজী শাকিল, আবুল হোসেন, দীন ইসলাম, মাঈন উদ্দিন মুন্না, শাহীনুর বেগম, উষা বেগমসহ আরও অনেকে।

এসময় বক্তারা বিজয়ের মহিমা ও দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করে বলেন মুক্তিযোদ্ধাদের অবদান আজীবন স্মরণীয় থাকবে।

জামালপুরে সিএনজি পিকাপের মুখোমুখি সংগষে নিহত ১

                         শুধু দেশ  জনগণের পক্ষে

জামালপুরে সিএনজি পিকাপের মুখোমুখি সংগষে নিহত ১

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে সিএনজি পিকাপের মুখোমুখি সংঘর্ষে  সিএনজি চালক নিহত।

১৫ ডিসেম্বর ( রোববার)সকালে জামালপুর -শেরপুর বাইপাস সড়কের রাণী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায় ঐদিন বাইপাস সড়কের রাণী কমিউনিটি সেন্টারের সামনে একটি পিকআপের সাথে বিপরিত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক শামীম ঘটনা স্থলে নিহত হন।  নিহত শামীমের বাড়ি শেরপুর জেলার চরমুচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামে। সে ঐ গ্রামের  শাহজাহান আলীর পুত্র।   

এ ব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সাল মোহাম্মদ আতিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পিকআপটি চাপা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানান। 

Friday, 13 December 2024

সরিষাবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর

                        শুধু দেশ  জনগণের পক্ষে

সরিষাবাড়ীতে মন্দিরের প্রতিমা  ভাঙচুর

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১৩ ডিসেম্বর (শুক্রবার) ভোর রাতে কামরাবাদ শ্মশান কালী  মন্দিরের ৭টি প্রতিমা ভাঙচুর করেছে ‌ দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ভাঙচুর করে বিভিন্ন প্রতিমার গায়ে থাকা সোনার গহনা  চুরি করে নিয়ে যায়। 

মন্দির পরিচালনা পর্ষদ ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার কামরাবাদ এলাকায় শ্মশান কালী  মন্দিরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের ভক্তরা পূজা অর্চনা করে মন্দিরের ফটকে তালা মেরে চলে যায়।  শুক্রবার ভোরে মন্দিরের ফটকের তালা ভেঙ্গে ভিতরে রাখা  শীতলা, মহাকালী, কালী, মহাদেব, ডাকিনী, ঢুকিনি ও স্বর্ণ দেবতার প্রতিমা ভাঙচুর করে । প্রতিমার গায়ে থাকা বিভিন্ন সোনার গহনা চুরি করে নিয়ে যায়।

ঐদিন সকাল আটটায় মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত পুরোহিত লাল চন্দ্র বর্মন মন্দিরে  মন্দিরের ফটকের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায় বলে জানান। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করেন। খবর পেয়ে মন্দিরে ভক্তরা মন্দির প্রাঙ্গণে জমা হতে থাকেন। 

এ বিষয়ে তাৎক্ষণিক সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামপুর হাসপাতালে নার্সের মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলনে তদন্ত কমিটি গঠিত

                            শুধু দেশ  জনগণের পক্ষে

ইসলামপুর হাসপাতালে নার্সের মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলনে তদন্ত কমিটি গঠিত

স্টাফ রিপোর্টারঃ

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স গোলাম মোর্শেদ কর্মস্থলে মাসের পর মাস অনুপস্থিত থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে যাচ্ছেন। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে খবর প্রকাশের পর অবশেষে তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির দেয়া তথ্যের জানা যায়  তিনি (সিএল) ছুটি কাটিয়েছেন সে দিনের হাজিরা খাতায়  স্বাক্ষর মিলছে সেই সাথে তার ফিঙ্গার প্রিন্ট পর্যবেক্ষণ করে গরমিল পাওয়া গেছে। এর আগে তিনি বিভিন্ন মামালায় জেল খেটেছেন বলে জানা গেছে।

ক্ষমতার প্রভাব দেখিয়ে নিজের দায়িত্ব পালন না করে, মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন-ভাতা তোলে নিচ্ছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স গোলাম মোর্শেদ।

বিষয়টি তদন্ত করতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর গত ২০ নভেম্বর/২৪ নার্সের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নার্সিং ও মিডওয়াইফারি পরিচালক (অর্থ বাজেট) (অঃদঃ) ও তদন্ত কর্মকর্তা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের জেরিনা আক্তারের  স্বাক্ষরিত অফিস আদেশে অধিদপ্তরে তদন্ত কমিটির নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুই জনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।

গত ৩ ডিসেম্বর তদন্তের দিন নির্ধারণ করেন তদন্ত করা হয়।  ওই তদন্তে জানা যায়,সে ঢাকায় অবস্থান করে ঘুষ, দুর্নীতি করা সহ সহকর্মীদের সঙ্গে অসদাচরণ, চাঁদাবাজি, ভিজিটিং কার্ডে নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি না হয়েও সভাপতি লেখাসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের ১৯ মাস যাবত অনুউপস্থিত থেকে মাসে একবার এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন ভাতা উত্তোলন করে যাচ্ছে নার্স গোলাম মোর্শেদ।

হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযুক্ত নার্স গোলাম মোর্শেদকে বাঁচাতে রেজিস্টার ও ডিউটি রেজিস্টার পরিবর্তনে সহযোগিতা করেছেন হাসপাতালের দুইজন নার্সিং সুপারভাইজার। তারা নতুন খাতা তৈরি করে হাসপাতালের এইচআইভি কর্নারে নার্স গোলাম মোর্শেদ ডিউটি করছেন বলে দেখিয়েছেন।

এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নাম প্রকাশের অনিচ্ছুক দুই জন তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা সত্য উদঘাটনের  চেষ্টা করছি।  কিছু তথ্য প্রমাণও পেয়েছি ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। দুর্নীতি কিংবা অন্যায় করলে অবশ্যই শাস্তি পেতে হবে তাকে।

এ ছাড়া  ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত দীর্ঘ ১৯ মাস কর্মস্থলে অনুপস্থিতির জন্য কর্তব্যে অবহেলা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) বিধি অনুযায়ী অসদাচরণের দায়ে কারণ দর্শানোর নোটিশ করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এএএম আবু তাহের বলেন, ইতোমধ্যে একটি তদন্ত কমিটি তার বিরুদ্ধে কাজ শুরু করেছে। তদন্তের শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Tuesday, 10 December 2024

জামালপুরে ক্যাসিনো সম্রাট মমিনুল ইসলাম মুক্তার শূন্য থেকে অর্ধশত কোটি টাকার মালিক

শুধু দেশ  জনগণের পক্ষে
জামালপুরে ক্যাসিনো সম্রাট মমিনুল ইসলাম মুক্তার শূন্য থেকে অর্ধশত কোটি টাকার মালিক

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন ক্যাসিনো সম্রাট ও ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মমিনুল ইসলাম মুক্তার ও তার সহযোগী নিলয় খান ।  তিনি জামালপুর জেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা আকন্দ বাড়ী গ্রামের ইদ্রিস আলীর ছেলে । হঠাৎ করেই মমিনুল ওরফে মুক্তার কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তার অবৈধভাবে গড়ে তোলা সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ সরকারের গোয়েন্দা সংস্থার নিকট তদন্তের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

বর্তমানে ৬০ লাখ টাকার ৩ টি হায়েজ গাড়ী, ৪০ লাখ টাকার ২ টি ট্রাক,৫ লাখ টাকার ১টি আর ওয়ান ৫ মোটর সাইকেল, রাজধানীর উত্তরায় ২ টি ফ্ল্যাট,  মুক্তাগাছা ভাবকির মোড়ে ২ কোটি টাকার সম্পত্তি, বিভিন্ন স্থানে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান সহ নিজ বাড়ীতে পিতা ও মাতা ও আত্মীয় স্বজনদের নামে ক্রয় করেছেন প্রায় ১০ কোটি সম্পত্তি । এ নিয়ে  গত ২৮ নভেম্বর শাকিল নামের এক যুবক জামালপুর জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মমিনুল প্রায় শত কোটি টাকার মালিক বলেও উল্লেখ্য করা হয়েছে।

জানা গেছে, জামালপুরে দিনের পর দিন বেড়েই চলেছে অবৈধ ক্যাসিনো এজেন্টদের সম্পদের পরিমাণ। কোনোভাবেই থামানো যাচ্ছেনা ক্যাসিনো সম্রাটদের কারসাজি। অবৈধ বেটিংসাইট পরিচালনা করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে ক্যাসিনো সম্রাটরা। জামালপুরের সদর উপজেলার ইটালি ইউনিয়ন তার অনুরূপ। চেহারা দেখে বোঝার উপায় নেই মাত্র ৩০ বছর বয়সে এজেন্টদের তালিকায় নাম লিখিয়ে অল্প সময়ে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন মমিনুল ইসলাম মুক্তার।  

খোজ নিয়ে জানা যায়, অভাভের তাড়নায় ২০০৮ সালে ইটাইল ইউনিয়নের ইদ্রিস আলী তার স্ব পরিবার নিয়ে ঢাকায় গিয়ে রিক্সা চালক ও তার স্ত্রী রাজধানীর বিভিন্ন মানুষের বাসায় কাজ করে তাদের সংসার পরিচালনা করতেন ।  এর দীর্ঘ কয়েক বছর পরে তাদের ছেলে মমিনুল ওরফে মুক্তা অনলাইন ক্যাসিনো নেশায় জড়িয়ে পড়লে নাইজেরিয়ার এক এজেন্টের সাথে পরিচয় হলে তার সাথে প্রতারণা করে ৫ কোটি টাকা আত্মসাৎ করে সম্পুর্ন পরিবার নিয়ে জামালপুরের ইটাইলে ইউনিয়নের শৈলেরকান্দায় নিজ বাড়ীতে চলে আসে। এরপর স্থানীয় স্থানীয় ইমরান ও মঞ্জুর পাশাপাশি কিছু যুবলীগের বিভিন্ন নেতার ছত্রছায়ায় এলাকায় শুরু করে অনলাইন জুয়ার সাইট । আর এ কার্যক্রম পরিচালনার জন্য তার সহযোগী ইমরান ও খাদ্য ব্যবসায়ী মঞ্জু মিয়া তাকে বিভিন্ন সরকারী কর্মকর্তাদের নাম বিক্রি করে তাকে সহযোগিতা করে আসছে । এরপর ২০২৩ সালে ইটাইল ইউনিয়নের ৯ ওয়ার্ড যুবলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পান ক্যাসিনো সম্রাট মমিনুল ইসলাম মুক্তার। এর আগে তিনি যুবলীগের সক্রিয় কর্মী থাকায় এলাকায় বিভিন্ন জায়গায় তার প্যানা লাগানো ছিল অহ রহ।

 শৈলের কান্দা এলাকার আল আমিন, মোহন,সুলাইমান, জমির মন্ডল এবং নাম প্রকাশ না করার শর্তে আরো কয়েকজনে জানান, এক যুগ আগেও ছিলেন বেকার। অথচ এখন গাড়ি-বাড়ি-ফ্ল্যাট সবই আছে তার। মুক্তার এখন শত কোটি টাকার মালিক । তার তান্ডপে অতিষ্ঠ এলাকাবাসী। কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলায় ফাসানোর হুমকি দেয় । প্রতারণা করে জমিও কিনেছেন কয়েকজনের থেকে ।  বর্তমানে বিএনপির সাথে রাজনীতি করে বলে পরিচয় দিয়ে চলে । অথচ তিনি ৯নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন । কোটি কোটি টাকার মালিক সহ বিভিন্ন সম্পত্তি কিভাবে হলো এগুলো সঠিক তদন্তের মাধ্যমে মমিনুল ইসলাম মুক্তাকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান স্থানীয় এলাকাবাসী ।    

এ বিষয়ে মুঠোফোনে মমিনুল ইসলাম মুক্তারকে কল দিয়ে বক্তব্য চাইলে তিনি এডিয়ে গিয়ে কোন কথা বলতে রাজি হননি। 

তবে ইটাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুল ইসলাম জানান, এই ছেলেটাকে আমি চিনি না । যুবলীগ করে নাকি তাও জানি না ।   তবে তিনি বিএনপির বা অঙ্গ সহযোগী সংগঠনের কোন কর্মী না।  

এদিকে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম মুঠোফোনে এ প্রতিবেদক সাংবাদিকে জানান, বিষয়টি আমার জানা ছিল না। তবে অবৈধ কোন বিষয়ে জড়িত থাকলে খোজ খবর নিয়ে আইনী পক্রিয়ায় পদক্ষেপ নেওয়া হবে।

Saturday, 7 December 2024

সুন্দর স্বাস্থ্য সেবা গড়তে ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার'স ফোরাম গঠিত

শুধু দেশ  জনগণের পক্ষে
সুন্দর স্বাস্থ্য সেবা গড়তে ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার'স ফোরাম গঠিত


 স্টাফ রিপোর্টারঃ বিপুল মিয়া

সুন্দর স্বাস্থ্য সেবা গঠনের লক্ষে জামালপুরে ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার'স ফোরাম গঠিত হয়েছে। 

এ উপলক্ষে গতকাল সন্ধায় বেসরকারি হাপাতাল এম এ রশিদ হাসপাতালে পরিচিতি  অনুষ্ঠানে আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি বেনহাম ফার্মা লিমিটেডের ম্যানেজার ও বড়পীর হজরত আব্দুর কাদের জিলানী (রঃ)হাসপাতালের  ব্যবস্থাপনা পরিচালক এবিএম মাকসুদুর রহমান (সোহেলে)।অনুষ্ঠানে কুমুদিনী ফার্মা লিমিটেডের ম্যানেজার ও সংগঠনের সাধারন সম্পাদক মো.শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন,ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা.আহম্মদ আলী আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন,বেসরকারি  ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিত সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাধারন  সম্পাদক মোস্তফিজুর রহমান বাপ্পী,বিসিডিএসের  সভাপতি রমজান আলী,সিনিয়র সহসভাপতি মশিউর রহমান সাইদ,ম্যানেজার ফোরামস শেরপুর জেলা সভাপতি আনোয়ার হোসেন,ম্যানেজার ফোরাম'স জামালপুর জেলা উপদেষ্টা মনোরঞ্জন ধর,মো.ছামিউল  হক ও মো.রোকনুজ্জামান প্রমুখ। 

এর আগে নব গঠিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

জামালপুর জেলা হস্তশিল্পের শহর হিসেবে বিখ্যাত

                           শুধু দেশ  জনগণের পক্ষে

জামালপুর জেলা হস্তশিল্পের শহর হিসেবে বিখ্যাত

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর ব্রহ্মপুত্র নদের পাড়ে গড়ে উঠেছে হস্তশিল্পের শহর। ঘরে ঘরে কাপড়ে সুচ ফুটিয়ে নিপুণ হাতে হস্তশিল্পের কারুকাজ খচিত পণ্য তৈরি করছে নারীরা।

এখানকার প্রায় ঘরই হস্তশিল্পের পণ্য তৈরির কারখানা। মহল্লায় মহল্লায় চোখে পড়বে সারি সারি হস্ত শিল্পের দোকান। শহরে চলার পথে রাস্তার দুই ধারে শোরুমে নারী বিক্রেতাদের হস্তশিল্প পণ্য বেচাকেনার দৃশ্য মিলবে দুই কদম পর পর।

বন্যা ও নদীভাঙন কবলিত দরিদ্র এ জেলায় বেকারত্ব ঘোচাতে বিশেষ ভূমিকা রেখেছে এই শিল্প। এ অঞ্চলে গ্রামীণ অর্থনীতিতে এনে দিয়েছে গতি। জামালপুরের হস্তশিল্পের পণ্য রাজধানী ঢাকাসহ সারাদেশে খ্যাতি অর্জন করে পরিচিতি পেয়েছে বিদেশেও। জামালপুরের হস্তশিল্প পণ্য এখন বিদেশে রুপ্তানি হচ্ছে। হস্তশিল্পে এ জেলার বেকার নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় লাভজনক এ পেশায় পুরুষরাও ঝুঁকছে।

এক সময় জামালপুরের গ্রামীণ বিয়েতে অনিবার্য ছিল নকশি কাঁথা। নতুন কনের শ্বশুর বাড়ি যাত্রায় বাবার বাড়ি থেকে নকশি কাঁথা নেওয়ার রেওয়াজ ঐতিহ্যগত ভাবে চলে আসছে এ অঞ্চলে। সময়ের সাথে প্রায় হারিয়ে যেতে বসা এই নকশি শিল্প আবার জেগে উঠেছে জামালপুর জেলা জুড়ে। নকশি সূচি শিল্পের বাণিজ্যিক প্রসারে দরিদ্র এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির চিত্র অনেকটাই পাল্টে গেছে। জেলায় অসংখ্য দরিদ্র নারী জড়িয়ে পড়েছে এই শিল্পের সাথে। কিন্তু বিপণন সমস্যা আর পুঁজির অভাবে তারা বঞ্চিত হচ্ছে শ্রমের ন্যায্য পাওনা (মজুরী) থেকে।

প্রায় হারিয়ে যেতে বসা গ্রামীণ নকশী সূচি শিল্পের বাণিজ্যিক প্রসার জামালপুরে শুরু হয় আশির দশকের শুরুর দিকে। বর্তমানে জামালপুর সদরসহ পুরো জেলায় প্রায় ২৫ হাজার দরিদ্র নারী এই পেশায় জড়িত। এতে স্বাবলম্বী হয়ে উঠছে অনেক হত দরিদ্র নারী। সংসারের অন্যান্য কাজের পাশাপাশি তারা ঘরে বসেই নকশি কাঁথা, নকশি চাঁদর, পাঞ্জাবী, ফতুয়া, কটি, ওয়ালম্যাট, কুশন কভার, শাড়ির নকশি পাড়, থ্রী-পিস ওড়নাসহ নানা রকম নকশি সামগ্রীর সূচি কর্ম করছে।

এছাড়াও বাড়তি আয়ের জন্য অনেক মধ্যবিত্ত পরিবারের গৃহিনীরাও জড়িয়ে পড়েছে এ শিল্পের সাথে। শহরের পাড়া মহল্লায় গড়ে উঠেছে এ শিল্পের অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা প্রতিষ্ঠান। পুরনো ঐতিহ্য ও নকশা অনুসরণ করে গ্রামীণ নারীরা সূচ, সুতা-রঙের সমন্বয়ে কাঁথাসহ এই সব দ্রব্যে নানা সৌন্দর্য ফুটিয়ে তোলে তাদের নিপুণ হাতে।

জামালপুরের নকশি পণ্যের কদর বাড়ছে দেশে-বিদেশে।জামালপুর জেলা শহরেও রয়েছে এ শিল্পের ছোট-বড় অনেক শো-রুম। কিন্তু বিপণন সমস্যা, সরকারি পৃষ্টপোষকতা আর পুঁজির অভাবে শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে এখানকার নারী কর্মীরা।

ইচ্ছে মতো মালিকের দেয়া অল্প মজুরিতেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। আর স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা বলছেন, একটি নকশি কাঁথা তৈরি করতে মজুরিসহ খরচ হয় ১৬০০ থেকে ১৮০০ টাকা। ঢাকার পাইকারি ব্যবসায়ীদের নিকট তা বিক্রি করতে হয় ২০০০ টাকায়। এই কাঁথা ঢাকার বড় বড় বিপণি বিতানগুলোতে বিক্রি হয় ৪ থেকে ৫ হাজার টাকায়। পুঁজির অভাবে তারা নিজেরা বাজারজাত করতে পারছেন না এসব পণ্য। ফলে পণ্যের ন্যায্য মূল্য থেকে নিজেরা যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি যথাযথ শ্রমমূল্য পাচ্ছেনা নারী শ্রমিকরা।

জরিনা বেগম বলেন, একসময় গৃহিনী ছিলাম।আমার স্বামী রানা ৭ হাজার টাকা বেতনে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। সেই ৭ হাজার টাকা দিয়ে আমাদের সংসারে খরচ চলতো না। যার জন্য ঋনের চাপে পড়ে অভাব অনটন দেখা দেয় সংসারে। সংসারে যোগান দিতে হস্তশিল্পের কাজ শুরু করি আমি। নিজে স্বাবলম্বীর মুখ দেখার পর এলাকার বেকার নারীদের নিয়ে ছোঁয়া হস্তশিল্প নামে একটি সংগঠন গড়ে তুলি। সেখানে হস্তশিল্প ও কাপড় সেলাইয়ের প্রশিক্ষণ দিয়েছি ৬শ বেকার নারীকে। তারা এখানে প্রশিক্ষণ নিয়ে হস্তশিল্পে জড়িয়ে আয় করে সংসারে যোগান দিচ্ছে। জামালপুর গেটপার শাহাপুর এলাকায় ছোঁয়া হস্তশিল্প মহিলা অঙ্গন নামে একটি হস্তশিল্প পণ্যের সুরুম দিয়েছি। বেকার নারীদের আহবান করছি হস্তশিল্পের পেশায় ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। ঘরে বসে না থেকে অলস হাতকে কর্মির হাতে পরিণত করলে সাফল্য আসবেই।

আরেক সফল হস্তশিল্প নারী উদ্যোক্তা ফারজানা আক্তার। তার প্রতিষ্ঠান শহরের পুরাতন বাসট্রেন রোডে সাদ্দাফ হস্তশিল্প। সংসারের কাজের পাশাপাশি সখের বসে হস্তশিল্পের কাজ করার এক পর্যায়ে বানিজ্যিকভাবে জড়িয়ে পড়েন পেশাটিতে। ব্যবসায় বুদ্ধিমতা ও পরিশ্রম খাটিয়ে নারী উদ্যেক্তাদের মধ্যে সফল তিনি। এলাকায় খুচরা ব্যবসার পাশাপাশি দেশের অন্যত্র ও বিদেশে যাচ্ছে সাদ্দাফ কুটির শিল্পের তৈরি হস্তশিল্পজাত পণ্য। ভারতসহ নানা দেশে হস্তশিল্পের মেলায় ফারজানা আক্তার অংশ নিয়ে সাদ্দাফ কুটিরের হস্তশিল্পের পণ্য প্রদর্শন করেছে। ফারজানা আক্তার জরিনা বেগমের মতো হস্তশিল্পে অনেক নারীই দেখেছে সাফল্যের মুখ।

হস্তশিল্প এসোসিয়েশনের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম বলেন, আমাদের স্বপ্নের নকশি পল্লী গড়ে উঠলে উদ্যোক্তাদের মধ্যে উৎপাদন প্রক্রিয়ায় গতিশীলতা আসবে। দূর হবে হস্তশিল্পকর্মীদের পণ্য বাজারজাত সমস্যা। দেশ বিদেশের ব্যবসায়ীরা নকশিপল্লীতে আসবে পছন্দের পণ্য কিনতে। দেশের বাইরেও পণ্যটির রয়েছে ব্যাপক চাহিদা। রপ্তানি করতে পারবে বিদেশেও। দেশের গার্মেন্ট শিল্পের পরেই জামালপুরের হস্তশিল্প দেশের অর্থনীতির প্রাণ প্রবাহ তৈরিতে বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হস্তশিল্প সংশ্লিষ্টরা।

বর্তমান সরকার হস্তশিল্পের ব্রান্ডিং জেলা হিসেবে জামালপুরকে ঘোষণা করেছে। শিল্পটি প্রসারে জামালপুরে নকশিপল্লী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

হস্তশিল্প পণ্যের নিজস্ব বাজার গড়ে উঠলে হত দরিদ্র নারী শ্রমিকরা একদিকে যেমন তাদের সঠিক শ্রম মূল্য পাবেন। পাশাপাশি দরিদ্র এই জেলায় গ্রামীণ অর্থনীতির চিত্রও পুরো পাল্টে যাবে।

দেওয়ানগঞ্জে জিলবাংলা চিনিকলে আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন

                                       শুধু দেশ  জনগণের পক্ষে

দেওয়ানগঞ্জে জিলবাংলা চিনিকলে আখ  মাড়াইয়ের শুভ উদ্বোধন

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার

জিলবাংলা চিনিকল আখ  মাড়াইয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ৬৬ বছরে ৬৫৬ কোটি ৭৫ লাখ ৭২হাজার ৩৬৫ টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জের জিলবাংলা চিনিকলটি ৬৭ তম আখ মাড়াই মৌসুম শুরু করেছে। ৭৯ কার্য দিবসে ৭১হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ রিকোভারিতে ৪ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

শুক্রবার বিকালে চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে ২০২৪ -২৫ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেছেন,  বিএসএফআইসি'র চেয়ারম্যান (গ্রেড-১) ড.লিপিকা ভদ্র।  এ উপলক্ষে  চিনি কলে আয়োজিত এক অনুষ্ঠানে ইক্ষু  বিভাগের কর্মকর্তা আলাউদ্দিন এর সঞ্চালনায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুদ্দিন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাবু শ্যামল চন্দ,পৌর বিএনপির আহবায়ক মনজুরুল হক মঞ্জু, পৌর বিএনপি সদস্য সচিব আতিকুর  রহমান সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখা সহ সেক্রেটারি ইসমাইল হোসেন, জিল বাংলা চিনিকল ওয়ারকার্স  ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আশেদুল ইসলাম,  আখ চাষি মোঃ দলিলুর রহমান সহ আরো অনেকেই। 

জিলবাংলা চিনিকলের ব্যবস্হাপনা  পরিচালক মোঃ মোশারফ হোসেন বলেন, এ বছর  মাড়াই শুরু হয়ে ৭০ দিনের মতো চিনিকল চলবে। চিনিকল যদি ১০০ থেকে১২০দিন পর্যন্ত চালানো যায়,তবে চিনিকলটিকে লাভজনক করা সম্ভব হবে।

Tuesday, 3 December 2024

ভুক্তভোগী গোলজার হোসেনের সংবাদ সম্মেলন পারভিন ও শারজাহান সাউথ বাহিনীর বিরুদ্ধে

                             শুধু দেশ  জনগণের পক্ষে

ভুক্তভোগী গোলজার  হোসেনের সংবাদ সম্মেলন পারভিন ও শারজাহান সাউথ বাহিনীর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টারঃ আলেয়া আক্তার লিজা

বৈধ লীজকৃত জমি দখলে নিতে একটি পরিবারের উপর দফায় দফায় হামলা-মামলা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী সমর্থিত পারভীন হাওলাদার ও শারজাহান সাউথের বিরুদ্ধে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ ও নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছেন গোলজার হোসেন।

এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল রবিবার দুপুরে পাগলা চিতাশাল এলাকায় পারভীন হাওলাদার ও শারজাহান সাউথের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী গোলজান হোসেনের পরিবার ও এলাকাবাসী।

ভুক্তভোগী গোলজান হোসেন জানান, আমরা ১৯৬৯ সাল থেকে দেলপাড়া এলাকায় সরকারি ৩ শতাংশ জমি লীজ নিয়ে পরিবার নিয়ে বসবাস করে আসছি। গত কয়েক বছর আগে থেকে আমাদের এই জমি থেকে উচ্ছেদ করতে তৎপর হয়ে উঠেছে আওয়ামী সমর্থিত পারভীন হাওলাদার ও শারজাহান সাউথ বাহিনীর সদস্যরা। আওয়ামী সমর্থিত পারভীন হাওলাদার একজন মামলাবাজ। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এই পারভীন হাওলাদার। এছাড়াও এলাকায় পঞ্চায়েতে একাধিকবার বিচার-শালিসী হলেও  পারভীন হাওলাদার ও শারজাহান সাউথ বাহিনীরা এ বিষয়ে কোন কর্ণপাত করেন না। উল্টো গোলজান হোসেনের পরিবার ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন পারভীন হাওলাদার ও শারজাহান সাউথ বাহিনীরা।

রবিবার (০১ ডিসেম্বর) রাতে পাগলা চিতাশাল এলাকায় সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Sunday, 1 December 2024

জামালপুরে এম এ রশিদ বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর

                           শুধু দেশ  জনগণের পক্ষে

জামালপুরে এম এ রশিদ বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদকঃ এসএমএ হালিম দুলাল

যেজামালপুরে একটি বেসরকারি হাসপাতালে হামলা-ভাংচুর, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে শহরের সরদারপাড়া এলাকায় বেসরকারি এম এ রশিদ হাসপাতাল ও স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্রসহ শহরের সরদারপাড়া এলাকায় ইউনাইটেড ট্রাস্টের বেসরকারি এম এ রশিদ হাসপাতালে প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও কর্মচারীদের মারধর করে। এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসী, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাংচুর করা হয়। এতে ৪ জন আহত হন ও হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্বৃত্তরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সবাইকে ভয়ভীতি প্রদর্শন করে। হাসপাতাল ভাঙচুর শেষে দুর্বৃত্তরা শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে যায়। এ সময় বন্ধ থাকা দলীয় কার্যালয়ে হামলা, অস্ত্র প্রদর্শন ও বিএনপি নেতাদের নাম ধরে গালিগালাজ করে তারা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এম এ রশিদ হাসপাতাল পরিদর্শনে গিয়ে জানান, দুর্বৃত্তরা এম এ রশিদ হাসপাতালে কোন কারণ ছাড়াই হামলা ও ব্যাপক ভাংচুর করেছে। এখান থেকে যাওয়ার সময় এই বাহিনী জেলা বিএনপির বন্ধ কার্যালয়ে হামলা এবং অস্ত্র প্রদর্শন ও বিএনপির নেতাদের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সিসিটিভি ফুটেজ দেখে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামবে জামালপুরবাসী। তিনি আরও বলেন, হামলাকারীরা যদি বিএনপির নামাধারী হয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করে বিএনপি চুপ করে বসে থাকবে এটা ভাবার কোন কারণ নেই, তাছাড়া তারা যদি বিএনপির কেউ হয়ে থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মোঃ আতিক জানান, এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

ইসলামপুরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

                          শুধু দেশ  জনগণের পক্ষে

ইসলামপুরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

উপজেলার পাথরশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও  বিএনপির নেতা আব্দুল হাই (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার ( ৩০ নভেম্বর) দুপুরে সাপধরী ইউনিয়নের যমুনা নদীর প্রজাপ্রতি এলাকা থেকে গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করে ইসলামপুর থানা পুলিশ। পরে লাশটি বাহাদুরাবাদ নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ। 

পারিবারিক সুত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল হাই শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে মলমগঞ্জ বাজার থেকে নিখোঁজ হয়। রাতে বাড়ি ফিরেনি সে। 

শনিবার সকালে  প্রজাপ্রতি এলাকার লোকজন যমুনা নদীতে একটি লাশ ভাসতে দেখতে পেয়ে ইসলামপুর থানায় পুলিশে খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা পেচানো সাবেক ইউপি সদস্য আব্দুল হাইয়ের লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক ইউপি সদস্যে গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাকে গলায় গামছা পেছিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। 

ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও   সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু জানান, আব্দুল হাই মেম্বার পার্থশী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা ছিলেন।  নিহত আব্দুল হাই মেম্বারের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান ।

নিহত আব্দুল হাই পার্থশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডর সাবেক ইউপি সদস্য ও শশারিয়াবাড়ি গ্রামের আব্দুল খালেক এর ছেলে।